Voluntary-Retirement

Voluntary-Retirement: পেনশনের নিয়মে বিরাট বদল! মাথায় হাত পশ্চিমবঙ্গের শিক্ষকদের

নিউজ শর্ট ডেস্ক: এবার পশ্চিমবঙ্গের (West Bengal) সমস্ত স্কুল শিক্ষক শিক্ষিকাদের (School Teachers) জন্য এক বিজ্ঞপ্তিতে নতুন নির্দেশিকা (Guidelines) জারি করেছে রাজ্য সরকার (State Government)। যার ফলে কার্যত মাথায় হাত রাজ্যের স্কুল শিক্ষক শিক্ষিকাদের। এতদিন পর্যন্ত চাকরির মেয়াদ শেষ হওয়ার আগে স্বেচ্ছা অবসর বা ভলেন্টিয়ার রিটারমেন্ট (Voluntary-Retirement) নিতে হলে পর্ষদের কাছেই সরাসরি আবেদন জানালে তা গ্রাহ্য হত।

কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে স্বেচ্ছাবসর নিতে হলে সরাসরি পর্ষদের কাছে আবেদন জানানো হলে তা গ্রাহ্য হবে না। প্রসঙ্গত ২০১৮ সালের আগে পর্যন্ত এই আবেদন জমা পড়তো শিক্ষা দফতরের কাছে। তবে পরিবর্তিত নিয়ম অনুযায়ী এখন পর্ষদই নিয়োগকর্তা, কারণেই শিক্ষকরা সম্ভবত সেখানেই আবেদন পাঠাচ্ছেন।

কিন্তু নতুন নিয়মে অনুযায়ী স্কুল শিক্ষক-শিক্ষিকাদের স্বেচ্ছাবসর নিতে গেলে প্রথমেই আবেদন জানাতে হবে স্কুলের কাছে। এরপর স্কুল পরিচালন সমিতির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে তারপর পুরো বিষয়টি যাবে জেলা পরিদর্শকের কাছে। সেখান থেকেই নির্দিষ্ট নিয়ম মেনে সেই আবেদন পৌঁছাবে মধ্যশিক্ষা পর্ষদের কাছে।

পশ্চিমবঙ্গ,West Bengal,স্কুল শিক্ষক শিক্ষিকা,School Teachers)নির্দেশিকা,Guidelines,রাজ্য সরকার,State Government,ভলেন্টিয়ার রিটারমেন্ট,Voluntary-Retirement,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তবে সম্প্রতি দেখা যাচ্ছে এই নিয়ম না মেনেই অনেকে  সরাসরি আবেদন জানাচ্ছেন মধ্যশিক্ষা পর্ষদের কাছে। প্রসঙ্গত অন্যান্য চাকরির ক্ষেত্রে ভিআরএসে যে ধরনের আর্থিক সুযোগ-সুবিধা মেলে এক্ষেত্রে কিন্তু তেমনটা হয় না। প্রসঙ্গত, এই নিয়ম অনুযায়ী পারিবারিক পেনশনের ক্ষেত্রে ৬০ বছরে অবসর গ্রহণের পরের দিন আর‌ও সাত বছর অর্থাৎ, ৬৭ বছর বয়সের মধ্যে মৃত্যু হলে, তাঁর পরিবারের লোকেরা বাকি সময়ের জন্যপুরো পেনশন পাবেন।

আরও পড়ুন: সরকারের সবথেকে ভালো স্কুলে পড়াতে চান সন্তানকে! জেনে নিন কেন্দ্রীয় বিদ্যালয়ের পড়াশোনার খরচ

তবে ৫৫ বছর বয়সে কেউ স্বেচ্ছাবসর নিলে সেক্ষেত্রে সময়সীমা ৬২ বছর পর্যন্ত হবে। তাই শিক্ষকদের একাংশের মতে, এই প্রক্রিয়াটিকে স্বেচ্ছাবসর না বলে প্রাক-অবসর বলাই ভাল।

পশ্চিমবঙ্গ,West Bengal,স্কুল শিক্ষক শিক্ষিকা,School Teachers)নির্দেশিকা,Guidelines,রাজ্য সরকার,State Government,ভলেন্টিয়ার রিটারমেন্ট,Voluntary-Retirement,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

অন্যদিকে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি-র দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্পাদক অনিমেষ হালদার দাবি জানিয়ে বলেছেন ‘অন্যান্য চাকরির ক্ষেত্রে ভিআরএস বা স্বেচ্ছাবসরের যে সুযোগ সুবিধাগুলি আছে তা শিক্ষক-শিক্ষাকর্মীদের যাতে দেওয়া হয় আমরা সেই দাবি জানাচ্ছি।’

Avatar

anita

X