Darjeeling

Papiya Paul

Darjeeling: একগাদা টাকা খরচ নয়, এবার মাত্র ১০০ টাকায় থাকতে পারবেন দার্জিলিংয়ে!

নিউজশর্ট ডেস্কঃ পর্যটকদের কাছে অল্প খরচের মধ্যে একটু দূরে ঘুরতে যাওয়ার জায়গা বলতে দার্জিলিং-এর(Darjeeling) কথা মনে আসে। এই পাহাড়ি ভ্রমণ ডেস্টিনেশন মন জয় করে নিয়েছে সকল পর্যটকদের। অল্প খরচের মধ্যে পাহাড় দেখতে চলে যান অনেকেই। তবে বাঙালির কাছে দার্জিলিং যতই জনপ্রিয় হোক না কেন এখানে দেশ-বিদেশের অন্যান্য জায়গা থেকে প্রচুর লোক আসে।

   

বিশেষ করে কোন ছুটি বা উৎসবের মরশুমে দার্জিলিং-এ জায়গা পাওয়া মুশকিল হয়ে দাঁড়ায়। সেই সময় বিভিন্ন রকমের হোটেল এবং হলিডে হোমে থাকে ঠাসা ভিড় থাকে। তার সঙ্গে চাহিদা বেশি থাকায় এক ধাক্কায় হোটেলের ভাড়া বেড়ে যায় বহুগুণ। এর ফলে অনেক সমস্যায় পড়তে হয় পর্যটকদের। তাই পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে এবার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে রাজ্য সরকার(Government Of West Bengal)।

এবার আপনি দার্জিলিঙে গেলে একেবারে সস্তায় সেখানে থাকতে পারবেন। রাজ্য লেবার ওয়েলফেয়ার বোর্ডের তরফ থেকে হলিডে হোম চালু করা হয়েছে দার্জিলিংয়ে। এই হলিডে হোমগুলোতে মাত্র ১০০ টাকাতে থাকার সুব্যবস্থা রয়েছে। এই হলিডে হোম মূলত শ্রমিক শ্রেণীর মানুষদের কথা ভেবে তৈরি করা হয়েছে। তবে সাধারণ পর্যটকরা চাইলে এখানে এসে থাকতে পারেন। এই হলিডে হোম দীর্ঘদিন ধরে বন্ধ ছিল।

আরও পড়ুন: Darjeeling: মাত্র ৭৫০০ টাকায় বিন্দাস ঘুরুন দার্জিলিং, দুর্দান্ত ট্যুর প্যাকেজ NBSTC-র, থাকা-খাওয়া নো চিন্তা!

সম্প্রতি এটিকে আবার নতুন রূপে চালু করা হয়েছে। আর এটির উদ্বোধন করেছেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। এখানে দুই এবং চারশয্যার রুম রয়েছে। এছাড়া ৮ শয্যার ডরমেটরিও রয়েছে। মোট ১৩ টি রুমে এখানে প্রায় ৬৫জন মত থাকতে পারবে। এখানে নিজস্ব ক্যান্টিন এবং রেস্তোরা রয়েছে। যেখানে স্থানীয় পাহাড়ি খাবারের পাশাপাশি বাঙালি খাবারও পাওয়া যাবে। এখানে থাকতে হলে মাথাপিছু ১০০ টাকা দিয়ে থাকা যাবে।

Darjeeling

শ্রমিক শ্রেণীর মানুষ ছাড়া অন্য কোন পর্যটক এখানে থাকতে চাইলে আগে থেকে বুকিং করে আসতে হবে। সেক্ষেত্রে তাদের মাথাপিছু ৩০০ টাকা দিতে হবে। তাহলে আপনার যদি বাজেট কম থাকে কিন্তু দার্জিলিঙে ঘোরার ইচ্ছে থাকে। তাহলে এই হলিডে হোমে গিয়ে থাকতে পারেন সেক্ষেত্রে খরচ অনেকটা কম হবে।