মাত্র কিছু মাস আগেই স্টার জলসার(Star Jalsa) পর্দায় পথচলা শুরু হয়েছে ‘বাংলা মিডিয়ামের’ (Bangla Medium)। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। এই সিরিয়ালের হাত ধরেই ফিরে এসেছে কৃষ্ণকলি জুটি। অর্থাৎ মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে, নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং তিয়াশা রায়কে (Tiyasha Roy)।
টিআরপি তালিকায় নাম উঠে এসেছে মেগা এই ধারাবাহিকের। সিরিয়াল প্রেমীরা বুকভরা ভালোবাসা দিয়েছে জনপ্রিয় জুটিকে। তবে বিগত কয়েকদিন নম্বর কিছুটা কম পেয়েছে এই মেগা। আর তাই নয়া ফন্দি করে বসলেন নির্মাতারা।
আপাতত আউটডোরে চলছে এই ধারাবাহিকের শুটিং। আপনারা হয়ত ভাবতেই পারেন এতে নতুনত্বের কি আছে? অনেক সিরিয়ালের তো আউটডোরে শুটিং হয়। কিন্তু এই ধারাবাহিকের ক্ষেত্রে অবশ্যই ব্যতিক্রম রয়েছে। কলকাতার আশেপাশের এলাকায় নয়। এমনকি দেশেও নয়। দর্শকদের চমক দিতে একেবারে বিদেশে পাড়ি দিয়েছে ‘বাংলা মিডিয়াম’ টিম।
View this post on Instagram
আর শুটিং-এর মাঝেমাঝে তাঁরা ঘুরে নিচ্ছেন বিদেশ। আপাতত ব্যাঙ্কককে রয়েছেন তাঁরা। তবে শোনা যাচ্ছে, পাটায়া, মিমোসা, সানথমের মতো একাধিক জায়গায় চলবে সিরিয়ালের শুটিং। আর তারপর গোটা টিম ফিরে আসবে কলকাতায়।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় বিদেশে ভ্রমণের ফটো ভিডিও তুলে ধরেছেন তিয়াসা,নীল এবং সম্পূর্ণা। কখনও তাঁদের দেখা যাচ্ছে সমুদ্র সৈকতে রোদ পোহাতে তো কখন আবার দেখা যাচ্ছে স্পিড বোর্ড চড়ে ঘুরতে। পাশাপাশি চলছে শপিং এবং সোশ্যাল মিডিয়ায় রিল ভিডিও পোস্ট। অনেকেরই মতে, বাংলা সিরিয়ালের বাজেট নাকি বেশ কম। কিন্তু সেই ভ্রান্ত ধারণা একেবারেই বদলে দিল ‘বাংলা মিডিয়াম’।
View this post on Instagram
জি বাংলার পর্দায় একটা সময় দেখা যেত ‘কৃষ্ণকলি’ ধারাবাহিক। দর্শক মনে ভালো সাড়া ফেলেছিল সেই সিরিয়াল। সফলতা এসেছিল নীল-তিয়াসা জুটির হাত ধরে। আর এই সেরা জুটিকেই দর্শকদের ফিরিয়ে দিয়েছে স্টার জলসা। টিআরপি তালিকায় ১ থেকে ১০ এর মধ্যেই ঘোরাফেরা করে এই ধারাবাহিকের নাম। তবে নির্মাতারা আশাবাদী, তাঁদের বিদেশে শুটিং করার কৌশল কিছুটা হলেও প্রভাব ফেলবে।