Fixed Deposit Interest Rate

Fixed Deposit Interest Rate: FD-তে ৯.১০ শতাংশ সুদ দিচ্ছে ব্যাঙ্ক! এই ৭ টি জনপ্রিয় ব্যাঙ্কের সুদের হার চমকে দেবে

নিউজশর্ট ডেস্কঃ যেকোনো জায়গায় অর্থ বিনিয়োগের পরিবর্তে বহু মানুষ ফিক্সড ডিপোজিটের(Fixed Deposit) মাধ্যমে অর্থ বিনিয়োগ করে মোটা টাকা আয় করতে চান। আপনিও যদি ফিক্সড ডিপোজিটের মাধ্যমে মোটা টাকা পেতে চান তাহলে আপনার জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ খবর। অর্থ বিনিয়োগের ক্ষেত্রে এখানে অর্থ যেমন নিরাপদে থাকে, ঠিক তেমনি নিশ্চিত রিটার্ন পাওয়া যায়।

বিভিন্ন ব্যাংকের তরফ থেকে ফিক্সড ডিপোজিটে সুদের হার কিছুদিন অন্তর অন্তর পরিবর্তন করা হয়। এবার মে মাসে দেশের বেশ কিছু ব্যাংক ফিক্সড ডিপোজিটে সুদের হার পরিবর্তন করেছে। মোট ৭ টি ব্যাংক ২০২৪ সালের মে মাসে ফিক্সড ডিপোজিটের সুদের হার পরিবর্তন করেছে। এই প্রতিবেদনে এই ব্যাংকগুলোর ফিক্সড ডিপোজিটের সুদের হার কত রয়েছে সে সম্পর্কে আপনাদেরকে তথ্য জানাবো।

১) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নির্দিষ্ট সময়ের জন্য ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে। নতুন এই সুদের হার ১৫ মে থেকে কার্যকর হয়েছে। একটি নির্দিষ্ট সময়ের জন্য দু কোটি টাকা পর্যন্ত এবং দু কোটি টাকার উপরে ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে এসবিআই।

Fixed Deposit

আরও পড়ুন: Government Schemes: এই স্কিমে একের পর এক সুবিধা, সাধারণ মানুষের জন্য বড়সড় পদক্ষেপ সরকারের

২) আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক: এই ব্যাংকও ২০২৪ সালের ১৫ই মে থেকে নতুন সুদের হার কার্যকর হয়েছে। এখানে বর্তমানে ৭ দিন থেকে ১০ বছরের মধ্যে অর্থ জমার ক্ষেত্রে ৩ শতাংশ থেকে ৭.৯০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। প্রবীণ নাগরিকদের জন্য ৫০ বেসিস পয়েন্ট বেশি আছে। আর ৫০০ দিনের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সাধারণ মানুষদের জন্য ৭.৯ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৮.৪ শতাংশ সুদ দিচ্ছে।

৩) ডিসিবি ব্যাঙ্ক: এই ব্যাঙ্ক ২ কোটি টাকার কম পরিমাণের জন্য ফিক্সড ডিপোজিটে সুদের হারের পরিবর্তন করেছে। নতুন এই সুদের হার ২২ মে থেকে কার্যকর হয়েছে। বর্তমানে এই ব্যাঙ্ক ১৯ মাস থেকে ২০ মাসের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সর্বোচ্চ সাধারণ নাগরিকদের জন্য ৮.০৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৮.৫৫ শতাংশ সুদ দিচ্ছে।

Fixed Deposit

৪) উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: এই ব্যাঙ্ক ২ কোটি টাকার কম পরিমাণের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে নতুন সুদের হার নিয়ে এসেছে। নতুন সুদের হার ১ মে থেকে কার্যকর হয়েছে। এখানে সাধারণ নাগরিকদের জন্য ৪ শতাংশ থেকে ৮.৫০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। আর প্রবীন নাগরিকদের জন্য ৪.৬০ শতাংশ থেকে ৯.১০ শতাংশের মধ্যে সুদ দিচ্ছে।

৫) সিটি ইউনিয়ন ব্যাংক: এই ব্যাংকেই গ্রাহকেরা ৫ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ পর্যন্ত সুদ পাচ্ছেন। এখানে ৪০০ দিনের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সর্বোচ্চ ৭.২৫ শতাংশ সুদ দেওয়া হচ্ছে।

৭) ক্যাপিটাল স্মল ফাইন্যান্স ব্যাংক: এখানে নতুন সুদের হার ২ কোটি টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে প্রযোজ্য রয়েছে। এক্ষেত্রে ৩.৫ শতাংশ থেকে ৭.৫৫ শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে।

Avatar

Papiya Paul

X