সোশ্যাল মিডিয়ার দৌলতে খুব সহজেই নানা রকমের মজার ভিডিও ভাইরাল হয়ে যায় মুহুর্তের মধ্যে। কখন যে কি ভাইরাল হবে তা বোঝা মুশকিল। এক রাতের মধ্যেই কেউ সোশ্যাল মিডিয়ায় সেন্সেশন হয়ে যেতে পারে। ঠিক যেমন কয়েকদিন আগেই হয়েছিল বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকার এর জীবনে।
তার ‘বাদাম বাদাম,কাঁচা বাদাম’ গানের দৌলতে রাতারাতি লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গিয়েছিলেন ভুবনবাবু। যদিও এখন আর বাদামে তা সীমাবদ্ধ নেই। বাদামের পর এখন ‘ঝাল মুড়ি’ নিয়ে নানা গান ভাইরাল হতে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। নিজের বিক্রি বাড়ানোর জন্য এক অভিনব গান তৈরী করে বাদাম বিক্রি করতেন ভুবন বাবু। আর সেই গানের ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরে ভাইরাল হয়ে যায়।
গানের মাধ্যমে রাতারাতি কপাল ফিরে গিয়েছে তার। বাংলা থেকে হিন্দি গানে কাঁচা বাদামের রিমিক্স তৈরি হবার পর এবার ভোজপুরী গানে কাঁচা বাদামের রিমিক্স তৈরি হয়ে গিয়েছে। তবে এবার কাঁচা বাদামকে টক্কর দিতে হাজির হয়েছে আরেক গান। যদিও এমন বেশ কিছু গান এই কাঁচা বাদামের পর ভাইরাল হয়েছিল।
এবার এক মুড়ি বিক্রেতা গান বেঁধেছেন। অভিনব উপায়ে বিক্রি করার জন্য লোককে ডাকলে নতুন করে ভিড় তো হবেই। সম্প্রতি এই ভিডিওটিতে ঝালমুড়ি বিক্রেতা গান তৈরী করেছেন। এই গান হল- ‘ভালোবাসার ঝালমুড়ি হাফ দশ ফুল কুড়ি, যেটা খায়না শুধু দাদা দিদি খায় শুদ্ধ বুড়ো বুড়ি’। এই ভিডিও দেখে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। যা ভাইরাল হওয়া ভিডিও দেখেই বোঝা গিয়েছে।