Koushik Dutta

বাড়ি বসেই করা যাবে করোনা পরীক্ষা, নতুন কিট তৈরি হচ্ছে ভারতে

বাড়ি বসেই যাতে করোনা পরীক্ষা করা যায় তার জন্য বিশেষ কিট তৈরির কাজ শুরু করল দিল্লির আইআইটি। শুক্রবার থেকে এই নতুন আবিষ্কারের ব্যাপারে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বলে খবর। আর্থিক সাহায্যের জন্য একটি বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি হয়েছে বলে শোনা যাচ্ছে। এর ফলে বাড়ির বাইরে গিয়ে টেস্ট করানোর ঝক্কি এবং সমস্যা দুই-ই কমবে বলে আশা করা যাচ্ছে। মূলত পেপটাইড বেসড এলাইজা পদ্ধতির মাধ্যমে করোনা শনাক্ত করা হবে।