নিউজশর্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের পর থেকে ২৯ দিন কেটে গিয়েছে। এখনো মেলেনি বিচার, তাই গোটা বাংলা জুড়ে প্রতিদিনই দেখা যাচ্ছে প্রতিবাদ মিছিল। ডাক্তার ও আমজনতার পাশাপাশি সরকারি কর্মীরাও এই প্রতিবাদে শামিল হয়েছেন। কিন্তু প্রতিবাদ করতে গিয়ে কাজে যেন কোনো ফাঁকি না হয়! এই মর্মে রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশ্যে নতুন নির্দেশিকা জারি করল নবান্ন।
রাজ্য সরকারের কর্মীদের জন্য কড়া বিজ্ঞপ্তি নবান্নের
আজ অর্থাৎ শনিবার স্পষ্ট জানানো হয়েছে যে কাজে ফাঁকি বরদাস্ত করা হবে না। যদি সেটা হয় তাহলে শাস্তিও পেতে হতে পারে। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ জানানম বাকি থাকা সরকারি কাজ সময়ের মধ্যে শেষ করতে হবে আর সেটার রিপোর্ট জমা দিতে হবে সমস্ত দফতরকে।
মোটেই বরদাস্ত হবে না কাজের ফাঁকি
আজকের দেওয়া নির্দেশিকায় পুলিশদেরকেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নির্দেশিকার একটি প্রতিলিপি পালটানো হয়েছে কলকাতা পুলিশ কমিশনারকে । যেখানে বলা হয়েছে, অকারণে যদি অনুপস্হিত থাকেন বা কাজের ক্ষেত্রে গাফিলতি দেখা যায় তাহলে সার্ভিস রুল অমান্য করা হচ্ছে বলে ধরে নেওয়া হবে।
একইসাথে মনে করিয়ে দেওয়া হয়েছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচন থেকে শুরু করে উপনির্বাচন এর জেরে বেশ কিছু কাজের গতি ধীর হয়ে গিয়েছিল। এছাড়া অতি বর্ষায় বেশ কিছু জেলাতেও কাজের ক্ষতি হয়েছে। সব মিলিয়ে বিগত ৪ মাসের কাজ এখনও বাকি , এই কাজ এবার দ্রুত শেষ করতে হবে বলা জানানো হয়েছে নির্দেশিকাতে। বিশেষত গ্রামের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা থেকে নিয়োগের দিকে খেয়াল রাখার কথাও বলা হয়েছে।
আরও পড়ুনঃ এবার কড়া নজর রাখবে AI! ট্রেন দুর্ঘটনা এড়াতে এজেপি স্টেশনে চালু হল দেশের প্রথম ATES সিস্টেম
প্রসঙ্গত, সোমবার অর্থাৎ ৯ই সেপ্টেম্বর দুপুর ১টা নাগাদ নবান্নে বৈঠকের ডাক দেওয়া হয়েছে। র্যাবের সমস্ত পুলিশ আধিকারিক থেকে প্রশাসনিক স্তরের আধিকারিকদের এদিন উপস্থিত থাকার কথা বলা হয়েছে। এদিন কি নিয়ে আলোচনা হয় বা বৈঠকের পর নতুন কি ঘোষণা আসে সেটাই এখন দেখার বিষয়।