চারিদিকে ঘন জঙ্গল, সামান্য খরচে চলে যান এই নাম না জানা লোকেশনে, মিলবে মনের শান্তি

নিউজশর্ট ডেস্কঃ সামনেই পুজো। আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। আর তারপরেই বাঙালি সেজে উঠবে দুর্গাপূজাকে নিয়ে। এই সময় কেউ কেউ বাড়িতে থাকতে যেমন পছন্দ করে, তেমনি বহু বাঙালি আছেন যারা এই পুজোর ছুটিতে বাইরে ঘুরতে যেতে চান। এই কয়টা দিন ছুটির জন্য তাদের মনটা আনচান আনচান করে।

আজকে সেই ভ্রমণপিপাসু বাঙালীদের জন্য একটি নতুন অজানা লোকেশনের(Offbeat Location) খোঁজ নিয়ে এসেছি। তার জন্য আপনাদেরকে পুরো প্রতিবেদনটি পড়তে হবে। পশ্চিমবঙ্গে এমন অনেক জায়গা রয়েছে যেটির খোঁজ জানেনা বহু পর্যটক। এই জায়গাগুলোতে খুব কম খরচের মধ্যে আপনি যেমন ঘুরতে পারবেন তেমনি এই জায়গার মনোরম পরিবেশ দেখলে আপনার মন খুশিতে ভরে উঠবে।

এই জায়গাটির নাম হল সান্তালবাড়ি(Santalbari)। সারা বছর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যেমন চোখে পড়ার মতো। তবে বর্ষার সময় এই পাহাড়ি এলাকার রূপ আলাদা হয়। উত্তরবঙ্গের(North Bengal) আলিপুরদুয়ার থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে রয়েছে এই সুন্দর এলাকা। এখানে একটি বিশেষ পর্যটক কেন্দ্র হল বক্সা টাইগার রিজার্ভ। এই জায়গাটি দেখার জন্য বারে বারে ঘুরে আসেন পর্যটকেরা। এটি ভুটানের দক্ষিণ পার্বত্য অঞ্চলের দিকে অবস্থিত।

সান্তালবাড়ি যাওয়ার পথে চাইলে রাজাভাতখাওয়া এবং বক্সাও ঘুরতে পারবেন। এই জায়গাতে বাঘ, লালমুরগি, হরিণ ইত্যাদি নানা রকমের বন্যপ্রাণী দেখা যায়। এখানে এমন অনেক সুন্দর সুন্দর দেখবার জায়গা রয়েছে। এই জায়গাতে গেলে মনে হবে, প্রকৃতি একদম আলাদারকম ভাবে এই জায়গাটিকে সাজিয়েছে।

কিভাবে যাবেন?

এখানে যাওয়ার জন্য আপনাকে প্রথমে উত্তরবঙ্গগামী ট্রেন বা বাস ধরতে হবে। এরপর আলিপুরদুয়ার নেমে শেয়ার গাড়ি বা ক্যাবে করেও পৌঁছে যেতে পারেন সান্তালবাড়ি।

Papiya Paul

X