Travel

Travel: খরচ মাত্র ১৫০০ টাকা, দোলের ছুটিতে ঘুরে আসুন এই পাহাড়ি কমলালেবুর বাগান থেকে

নিউজশর্ট ডেস্কঃ এখন গোটা রাজ্য জুড়ে বসন্তের আগমন ঘটে গিয়েছে। শীতের পর এই সময়টাতেও বহু মানুষ ঘুরতে(Travel) যেতে পছন্দ করেন। এক কথায় বলতে গেলে এই সময়ে প্রকৃতির সৌন্দর্য অন্য রকমের অনুভূত হয়। চারিদিকে ফুলে-ফলে ভরে ওঠে গাছপালা। আকাশ বাতাসে যেন এক অন্য রকমের সৌন্দর্য থাকে।

আর আপনিও যদি এই বিশেষ সময়টাতে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন। তাহলে আপনার জন্য রয়েছে একটি দুর্দান্ত সুযোগ। আজকের এই প্রতিবেদনে একেবারেই অচেনা-অজানা একটি লোকেশন সম্পর্কে আপনাদেরকে জানাবো। এই জায়গাটির নাম হচ্ছে শাসিং ভ্যালি(Sashing Valley)। একেবারেই আনকোরা একটি জায়গা। এই জায়গা জুড়ে প্রচুর কমলালেব বাগান রয়েছে।

যারা এই বসন্তে ভাবছেন একটু নিরিবিলিতে সময় কাটাতে চাইবেন। তারা চলে যেতে পারেন এই শাসিং ভ্যালিতে। বিশেষ করে বাইকারদের জন্য এই জায়গা একেবারেই পারফেক্ট। এই ভ্যালির পাশ দিয়েই বেয়ে গিয়েছে রঙ্গীত নদী। এখানে পরিবেশ একেবারেই মনোরম। এখানে দূষণের লেশমাত্র নেই।

আরও পড়ুন: Travel: শুধু পুরীর সমুদ্র নয়, অল্প খরচে ঘুরতে যান এই অজানা লোকেশনে, সৌন্দর্যে বিভোর হবেন

এখানে থাকার জন্য বেশ কয়েকটি হোমস্টে রয়েছে। যেখানে থাকা-খাওয়া মিলিয়ে আপনার খরচ পড়বে জনপ্রতি ১৫০০ টাকার মত। এখানে পাহাড়-জঙ্গল-নদী মিলিয়ে এক অপূর্ব সৌন্দর্য চোখে পড়বে আপনার। তাই দোলের ছুটিতে নিজের প্রিয় মানুষকে নিয়ে ঘুরে আসতে পারেন এই জায়গা থেকে।

Travel

কিভাবে যাবেন?
শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে ঘুম পর্যন্ত শেয়ার গাড়িতে চলে আসুন। এক্ষেত্রে জনপ্রতি খরচ হবে আড়াইশো টাকা মতন। ঘুম থেকে লেপচা জগত যাওয়ার পরেই চোখে পড়বে ঘুম ভানজে। সেখান থেকেই রাস্তা বেঁকে চলে গিয়েছে শাসিং ভ্যালির দিকে।

Papiya Paul

X