নিউজশর্ট ডেস্কঃ ব্যাঙ্ক(Bank) থেকে টাকা তোলা এবং যেকোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে চেকবুক(Cheque Book) একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন গ্রাহক নতুন অ্যাকাউন্ট খোলার সময় তাকে একটি চেকবুক দেওয়া হয়। যার মধ্যে সেই গ্রাহকের নাম, অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের আইএফএসসি কোড, সিগনেচার করার জায়গা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকে। বেশি মোটা অংকের টাকা তোলার ক্ষেত্রে এটিএম-এ তোলা যায় না।
কিন্তু সেই বড় অংকের টাকা চেক বুকের মাধ্যমে তোলা যায়। এই চেক বুকের মাধ্যমে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে টাকাও পাঠানো যায়। তবে এই চেক ব্যবহারের ৭ টি নিয়ম(New Rules For Cheque) রয়েছে। যেগুলো বিস্তারিতভাবে জেনে নেওয়া দরকার। আপনার যদি চেক থাকে সেক্ষেত্রে সই না থাকলে টাকা কখনোই দেওয়া হয় না। এরপর ব্যাঙ্ক সর্বদাই গ্রাহকদের স্বাক্ষর মিলিয়ে দেখে তারপরে টাকা দেয়। তাই কখনোই চেকে ভুল সই করবেন না।
এছাড়া সইতে যদি কোন রকমের ভুল থাকে তাহলে আপনার বিরুদ্ধে প্রতারণার অভিযোগও দায়ের হতে পারে। এমনকি হতে পারে জরিমানা। আর একটা ভুল গ্রাহকরা হামেশাই করে থাকেন সেটা হল চেকবই পাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত চেকে সই করে রাখেন। যে কাজ করা একদমই উচিত নয়। যখন যা প্রয়োজন হবে সেই মতো চেক ব্যবহার করতে হবে। তখনই সই করা উচিত। আর এরকমভাবেই প্রতারণার শিকার হচ্ছেন বহু মানুষ।
আরও পড়ুন: ৪৪২ টাকা জমিয়ে বুড়ো বয়সে রিটার্ন পান ৫ কোটি টাকা! জানুন কিভাবে মিলবে এই সুবিধা?
আর চেক সবসময় একই কালির পেন দিয়ে ফিলাপ করতে হয়। নাম, টাকার অংক, তারিখ আলাদা আলাদা কালির পেনে পূরণ না করে যেকোনো একই কালির পেন দিয়ে সম্পূর্ণ তথ্য ফিলআপ করা প্রয়োজন। এছাড়া চেক লেখার জন্য বলপেন ও জেল পেন ও ব্যবহার করতে পারেন। কিন্তু স্কেচপেন বা ভেনিশ ইঙ্ক অর্থাৎ অদৃশ্যকালিতে চেক কখনোই পূরণ করবেন না। এটি একটি দণ্ডনীয় অপরাধ।
আরেকটা বিষয় মনে রাখতে হবে কাউকে টাকা দেওয়ার সময় কখনই ব্ল্যাঙ্ক চেকে সই করবেন না। চেকের ওপর নাম বা টাকার অংক না লিখে স্বাক্ষর করলে পরবর্তীকালে সেই গ্রাহক চরম বিপদে পড়তে পারেন। এমনকি আপনার কষ্ট উপার্জিত সম্পূর্ণ অর্থ জালিয়াতি হয়ে যাবে। নিজস্ব চেক কাউকে দিতে গেলে সম্পূর্ণ তথ্য সঠিকভাবে পূরণ করে তারপরেই দেওয়া উচিত এমনটাই জানিয়েছে ব্যাংক। এছাড়া বর্তমান সময়ে গ্রাহককে অনেক সময় ক্যানসেল চেক দিতে হয়। সেই সময় চেকের ওপর ক্যান্সেল কথাটি লিখতে হবে। ক্যানসেলের ক্ষেত্রে সই করা ব্ল্যাঙ্ক চেক দিলে প্রতারণার সম্ভাবনা থাকবে। তাই ব্যাংকের চেকবুক ব্যবহার করার আগে এই সমস্ত জিনিস অবশ্যই জেনে নিতে হয়।