নিউজশর্ট ডেস্কঃ স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের জন্য বেশ কিছু নিয়ম রয়েছে। যার মধ্যে একটি নিয়ম হল ক্লাস চলাকালীন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা কখনোই মোবাইল ব্যবহার বা মোবাইল ঘাটতে পারবেন না। যদিও এই নিয়ম বহুদিন আগে থেকে কার্যকর হলেও অনেক ক্ষেত্রে এই নিয়মের গাফিলতি দেখা দিয়েছে। তাই এবার শিক্ষা দপ্তরের তরফ থেকে নতুন নির্দেশিকা পাঠানো হয়েছে।
এবার স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের মোবাইল ব্যবহার থেকে শুরু করে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ছুটি নেওয়ার বিষয়ে নতুন নির্দেশিকা পাঠিয়েছে শিক্ষা দপ্তর। হঠাৎ করে এই শিক্ষা দপ্তর নড়েচড়ে বসার পিছনের কারণ হলো কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর স্কুলে সারপ্রাইজ ভিজিট করেছিলেন। গত সপ্তাহে তিনি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে যাওয়ার পথে হঠাৎ করেই ফনীন্দ্রদেব ইনস্টিটিউশন স্কুলে পরিদর্শন করতে চলে যান।
সেখানে গিয়ে তিনি যে সমস্ত জিনিস দেখেন তা দেখে রীতিমতো হতবাক হয়ে পড়েন কলকাতা হাইকোর্টের বিচারপতি। তিনি জানতে পারেন যে ওই স্কুলে ৪৫ জন শিক্ষক-শিক্ষিকার মধ্যে ওই দিন অনুপস্থিত ছিলেন ১২ জন। এমনকি ঐদিন স্কুলের সামনে থাকা নর্দমায় মিড ডে মিলের ভাত পড়েছিল। আর এরপরই শিক্ষা দপ্তরের তরফ থেকে বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করা হয়।
নতুন নির্দেশিকাতে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ক্লাস চলাকালীন মোবাইল ঘাটতে পারবেন না। এবার থেকে প্রধান শিক্ষকের অনুমতি না নিয়ে কোন শিক্ষক বা শিক্ষিকা স্কুলে অনুপস্থিত থাকতে পারবেন না। এছাড়া ছুটি নেওয়ার ক্ষেত্রে তিনি কি কারণে ছুটি নিচ্ছেন সেই বিষয়টি জানানোর পাশাপাশি সমস্ত তথ্য ও কাগজপত্র জমা করতে হবে।
স্কুলের পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে আলাদাভাবে নজরদারি চালানো হয়েছে। প্রধান শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে রেজিস্টার খাতা যেন সব সময় আপ-টু-ডেট রাখা হয়। মিড ডে মিলে রান্না থেকে খাওয়ার জায়গা, টয়লেট, পানীয় জলের জায়গা, ক্লাসরুম সমস্ত কিছুই যেন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। এই সমস্ত কিছুর দায়িত্ব প্রধান শিক্ষককে গ্রহণ করতে হবে।