Koushik Dutta

বৃষ্টি ‘সরিয়ে দিতে পারে পাহাড়কে’, হিমালয়ের ক্ষয় দিচ্ছে তেমনই প্রমাণ!

বৃষ্টির জোরে নাকে সরে যেতে পারে আস্ত একটা পাহাড়। তাও আবার হিমালয়ের মতো পর্বত শৃঙ্খলেও হতে পারে এমন ঘটনা। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী নেপাল এবং ভূটান লাগোয়া হিমালয়ে চালিয়েছিলেন পরীক্ষা। সেখানেই জানা গিয়েছে এই তথ্য। তুমুল বর্ষার ফলে মত্ত পাহাড়ি নদী ক্রমে ক্ষয় করছে পর্বত গাত্র। এতেই সরতে পারে পাহাড়ের অবস্থান।