Padma Bridge

Padma Bridge: চিন্তা ছাড়ুন! কলকাতা থেকে আগরতলার ৩১ ঘন্টার দূরত্ব এখন মাত্র ৫ ঘন্টায়

নিউজ শর্ট ডেস্ক: বছর দুয়েক আগে ২০২২ সালের জুন মাসেই বাংলাদেশে উদ্বোধন হয়েছে পদ্মা সেতুর (Padma Bridge)। তারপর থেকেই এই পদ্মা সেতু উপর দিয়ে যান চলাচলের পাশাপাশি শুরু হয়েছে ট্রেন চলাচল। সবমিলিয়ে পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর থেকেই বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা এসেছে বিরাট গতি।

আর এবার এই পদ্মা সেতুর দৌলাতেই কলকাতা (Kolkata) থেকে আগরতলার (Agartala) দূরত্ব কমে যেতে চলেছে কয়েক গুণ। এতদিন কলকাতা থেকে আগরতলা যেতে সময় লাগতো ৩১ ঘণ্টা। এবার সেই সময় কমে গিয়ে দাঁড়াবে ৫ ঘন্টায়। আসলে এখন যেভাবে ঘুর পথে যাতায়াত করতে হয় তার জন্য সময় অনেক বেশি লেগে যায়।

বর্তমানে  কলকাতা থেকে আগরতলা যাওয়ার জন্য শিয়ালদা থেকে ট্রেন ধরতে হয়। এই ট্রেনটি শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে সকাল ৬টা বেজে ৫০ মিনিটে। আর সেই ট্রেন গিয়ে পৌঁছায় পরের দিন সন্ধ্যা ছ’টা নাগাদ। দীর্ঘ এই যাত্রাপথে ট্রেনটি গুয়াহাটি হয়ে যাতায়াত করে। যার জন্য ট্রেনটিকে অতিক্রম করতে হয় হাফলং, নিউ করিমগঞ্জ, এবং ধর্মনগর।

পদ্মা সেতু,Padma Bridge,শিয়ালদহ,Sealdah,আগরতলা,Agartala,ভারতীয় রেল,Indian Railways,নতুন ট্রেন,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

 

কিন্তু খুব তাড়াতাড়ি এই দীর্ঘ সফরের অবসান ঘটতে চলেছে। কারণ হাতেগোনা আর মাত্র ক’দিনের মধ্যেই কলকাতা থেকে বাংলাদেশে হয়ে আগরতলা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়ে যাবে। বাংলাদেশের পদ্মা সেতুর ওপর দিয়েই চলবে সেই ট্রেন। ইতিমধ্যেই পদ্মাসেতুর ওপর দিয়ে শুরু হয়েছে ট্রেন চলাচল। এই ট্রেন ঢাকা থেকে মাওয়া হয়ে ভাঙ্গা পর্যন্ত যাতায়াত করে। এছাড়াও দ্রুতগতিতে চলছে যশোর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের কাজ ।

আরও পড়ুন: টুক করে ঘুরে আসুন বিদেশ! এবার এই পদ্ধতিতেই মাত্র ৫ দিনে পেয়ে যাবেন পাসপোর্ট

জানা যাচ্ছে সব ঠিক থাকলে জুন মাসেই শেষ হয়ে যাবে যশোর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের কাজ। অন্যদিকে অক্টোবর মাস নাগাদ চালু হয়ে যাবে আগরতলা থেকে বাংলাদেশের আখাউর পর্যন্ত রেললাইন। আগামী দিনে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হলেই পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যেই যাত্রীরা আগরতলা থেকে শিয়ালদা অথবা শিয়ালদা থেকে আগরতলা পৌঁছে যাবেন।

পদ্মা সেতু,Padma Bridge,শিয়ালদহ,Sealdah,আগরতলা,Agartala,ভারতীয় রেল,Indian Railways,নতুন ট্রেন,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

জানা যাচ্ছে বাংলাদেশের আখাউর থেকে ঢাকা আসতে সময় লাগে ২ ঘন্টা। আর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোরের উপর দিয়ে শিয়ালদা বা কলকাতা আসতে সময় লাগবে মাত্র ৩-৪ ঘন্টা। তাই বোঝাই যাচ্ছে আগামী দিনে এই নতুন ট্রেন চালু হলে যাত্রীদের সফর আরও অনেক সহজ হয়ে যাবে।

Avatar

anita

X