চারিদিকে পাহাড় আর জঙ্গলে মোড়া মায়াবী পরিবেশ, পুজোয় ভ্রমণ ডেস্টিনেশন এই অজানা গ্রাম

নিউজশর্ট ডেস্কঃ পাহাড়ের নাম শুনলেই যাদের ঘুরতে যাবার জন্য মন আনচান করে তাদের জন্য এক নতুন মনোরম পরিবেশের খোঁজ রয়েছে হাতের কাছে। উত্তরবঙ্গ মানেই শুধু দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং নয়। এখানে একদিকে যেমন আকাশ ছুঁই ছুঁই পাহাড় রয়েছে ঠিক তেমনি ঝরনার গা বেয়ে নেমে আসছে নদী। ঠান্ডার আমেজ আর পাহাড়ি মোমোতে মন ভরে যাওয়ার সাধ। এগুলোই তো পাহাড়ের বিশেষত্ব।

আজকের এই প্রতিবেদনে পাহাড়ের এক অজানা এলাকার সম্পর্কে আপনাদেরকে জানাবো। এইবার পুজোয় ঘুরতে গেলে সেরা ঠিকানা হবে ডুয়ার্সের(Dooars) সুনতালেখোলা(Suntalekhola)। এখন যদি ছুটি না পান, তাহলে পুজোর কয়টা দিন ছুটি নিয়ে চলে যেতে পারেন এখানে। হাতে ৫ দিন সময় হলেই চলে যেতে পারবেন এই সুন্দর জায়গাতে। এখানে চারপাশে চা বাগান, মাঝখানে রয়েছে রাস্তা। চারদিকে নিরিবিলি শান্ত পরিবেশ, এখানের ঠান্ডা একদম শিরশিরানি ফিলিং নিয়ে আসবে।

আর এই চা বাগানের ফাঁক দিয়ে দেখতে পারবেন পাখিদের কিচিরমিচির শব্দ। চারপাশে পাহাড় আর জঙ্গলে মোড়া এক অপূর্ব মায়াবী জায়গা। সমুদ্রপৃষ্ঠ থেকে এই জায়গার উচ্চতা প্রায় ৩০০০ ফুটের বেশি। এখানে রয়েছে মূর্তি নদী। এই নদীর বুকেই আছে একটা ঝুলন্ত সেতু, নদীর দুই পাড়ের দূরত্ব কে ধরে রেখেছে এই সেতু। এখান থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে রয়েছে রকি আইল্যান্ড। আপনি চাইলে গাড়ি করে সেখান থেকেও ঘুরে আসতে পারেন।

আর আপনার যদি হাঁটাহাঁটি ইচ্ছে ভালো থাকে তাহলে সেখান থেকে গাইড নিয়ে নাগাবালি চলে যেতে পারেন। প্রত্যেক ঋতুতে এই জায়গার এক আলাদা রকমের সৌন্দর্য রয়েছে। বর্ষাকালের সৌন্দর্য সবথেকে বেশি সুন্দর। ঝাউ, অর্জুন, কমলালেবু গাছেদের আবার আলাদা সৌন্দর্য ফুটে ওঠে শীতকালে। এই সুন্দর পরিবেশের কথা লেখনীতে প্রকাশ করা যায় না। তাই আর দেরি না করে ব্যাকপ্যাক গুছিয়ে বেরিয়ে পড়ুন সুন্দরী সুনতালেখোলার উদ্দেশ্যে।

Avatar

Papiya Paul

X