Travel

Travel: রহস্যে ঘেরা পাহাড়ি গ্রাম, ২০২৪-র শুরুতে ঘুরে আসুন এই অজানা লোকেশন থেকে

নিউজশর্ট ডেস্কঃ পর্যটকদের অন্যতম জনপ্রিয় ভ্রমণ ডেস্টিনেশন হল বক্সা পাহাড়(Buxa Hill)। এই পাহাড় ছাড়াও আরো এমন অনেক অজানা জায়গা রয়েছে যার সন্ধান এখনো পাননি বহু পর্যটক। যেখানে গেলে মিলবে দূষণহীন বাতাস। আপনি চাইলেও সেখান থেকে ঘুরে(Travel) আসতে পারেন। তবে এর জন্য ট্রেকিং করে পৌঁছাতে হবে আপনাকে। আজকের এই প্রতিবেদনে এমনই এক অজানা গ্রামের(Offbeat Destination) সম্পর্কে জানাবো আপনাদেরকে।

বক্সা পাহাড়ের ১৪ টি গ্রামের মধ্যে একটি গ্রাম হল পানবাড়ি। হাতে অতিরিক্ত দু’ঘণ্টা সময় নিয়ে ট্রেকি করে এখানে পৌঁছাতে হয়। বক্সা পাহাড়ের লেপচাখা, টাসিগাওন, চুনাভাটির মত জায়গা সম্পর্কে পর্যটকদের সন্ধান থাকলেও এই পানবাড়িকে এখনো বহু মানুষ জানে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মেলবন্ধন দেখতে পাবেন এখানে।

যদিও অনেকেই এই জায়গাটি সম্পর্কে জানেনা বলে পর্যটকদের ভিড় নেই। তাই এই জায়গাটি সম্পর্কে আরো বেশি মানুষ জানুক, এমনটাই চাইছে এই এলাকার গ্রামবাসীরা। এই গ্রামে মাত্র ১২টি পরিবার থাকেন। সকলেই ডুকপা জনজাতির লোক। এখানে গেলে চারিদিকে দেখতে পারবেন একটার পর একটা পাহাড় দাঁড়িয়ে রয়েছে। এর পাশাপাশি সবুজে ঘেরা অরণ্য।

আরও পড়ুন: Picnic Spot: নবাবি ইতিহাস সঙ্গে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, ঘুরে আসুন কলকাতার কাছের এই পিকনিক স্পটে

এখানে থাকবার জন্য দুটো ব্লু হোমস্টে রয়েছে।  তবে এই গ্রামে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি। তাই রাতের বেলা মোমবাতি চালিয়ে পর্যটকদের থাকতে হবে। এটাও যেন এক অন্য রকমের অভিজ্ঞতা। অন্ধকারে রাতের ভুটান শহর দেখার অভিজ্ঞতা চিরস্মরণীয় হয়ে থাকবে সকলের। পূর্ণিমার রাতে এই জায়গার সৌন্দর্য আরো বহুগুণ বেড়ে যায়।

এখানের গ্রামবাসীরা জানিয়েছেন, এখানে একবার যদি পর্যটকরা আসে প্রাকৃতিক সৌন্দর্য দেখে এতটাই মুগ্ধ হয়ে যাবেন যে বারেবারে এখানে আসতে চাইবেন।
কিভাবে যাবেন?  হ‍্যামিল্টনগঞ্জ থেকে ২০ কিমি পেরিয়ে রায়মাটাং ডিপো আছে। এখান থেকে পাহাড়ের প্রায় দু’ঘণ্টার সরু আঁকাবাঁকা পথ হেঁটে পৌঁছতে হয় বক্সা পাহাড়ের এই ছোট গ্রাম পানবাড়িতে।

Avatar

Papiya Paul

X