পুজোর ছুটিতে ঘুরে আসুন এই নির্জন সমুদ্রে, কলকাতা থেকে কয়েক পা পেরোলেই পাবেন এই সুন্দর লোকেশন

নিউজশর্ট ডেস্কঃ রোজকারের এই এক ব্যস্ততায় মন বসছে না কাজে। তার ওপর আবার চলে এসেছে পুজো। তাই পুজোর ছুটিতে বাইরে কোথাও ঘুরতে(Travel) যাওয়ার জন্য মন আনচান করছে অনেক মানুষের। তাহলে আর চিন্তা নেই! আপনার হাতের কাছেই নিরিবিলিতে সময় কাটানোর জন্য একটি সুন্দর ঠিকানার খোঁজ(Offbeat Location) নিয়ে চলে এসেছি আমরা। নিশ্চয়ই ভাবছেন কোথায় যাবেন? কলকাতা থেকে কয়েক পা পেরোলে পৌঁছে যেতে পারবেন এই মনোরম পরিবেশে।

আগেই বলে রাখি আজকের এই প্রতিবেদনে পাহাড় নয় বরং সমুদ্রের খোঁজ নিয়ে এসেছি আমরা। সমুদ্রের নীল জলে পা ডুবিয়ে সূর্যাস্ত দেখতে পারবেন আপনি। পুজোর ছুটিতে আপনি হাতে দু-একদিনের ছুটি নিয়ে ঘুরে আসতে পারেন মৌসুনি আইল্যান্ডে। এই জায়গার জনপ্রিয়তা এত বেশি না থাকলেও এখন ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়ছে। কলকাতা থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে রয়েছে এই নিরিবিলি দ্বীপ।

তিনদিকে রয়েছে চেনাই নদী, আর একদিকে সাগর এই এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। এখানকার সমুদ্র দীঘা বা পুরীর মত এত গর্জন করে না। এখানে মূল আকর্ষণই হলো শান্ত এবং নির্জন সমুদ্র। জোয়ারের সময় কিছুটা গর্জন শোনা গেলেও বাকি সময় একেবারেই শান্ত থাকে সমুদ্র। এই জায়গার বালিও খুব মিহি। তাই বিচে আপনি অনায়াসে হেঁটে বেড়াতে পারবেন।

এখানে গ্রামবাসীরা প্রত্যেকেই নিজের বাড়িতে থাকার জন্য হোমস্টে করে নিয়েছে। তাই একেবারে গ্রাম্য পরিবেশে ছুটির কটা দিন আনন্দের আমেজ নিতে পারবেন আপন., দিঘার মত এত ভিড় নেই তাই সমুদ্রের আসল অনুভূতিটা খুঁজে পাবেন। এই জায়গায় যেহেতু পর্যটকদের ভিড় অনেকটাই কম তাই দূষণের মাত্রা অনেক কম।

কিভাবে যাবেন? আপনি কলকাতা থেকে যেতে গেলে ট্রেনে করে পৌঁছাতে পারেন। শিয়ালদহ থেকে নামখানা টেনে উঠে আপনাকে নামখানা স্টেশনে নেবে টোটো বা অটো করে কিংবা বাসে এই জায়গায় পৌঁছে যেতে পারেন। আপনি যদি সড়কপথে যেতে চান তাহলে ধর্মতলা থেকে বাস ধরে নামখানা বাসস্ট্যান্ডে যেতে হবে। এরপর চেনাই নদী অতিক্রম করে যেতে হবে। যদি নিজের প্রাইভেট গাড়ি ও থাকে তাহলেও এই নদী অতিক্রম করে নৌকা পারাপার করেই মৌসুনি আইল্যান্ডে যেতে হয়।

এখানে পাঁচ তারা হোটেলের সুবিধা না থাকলেও থাকার জন্য রয়েছে বিভিন্ন হোমস্টে, টেন্ট এবং মাটির বাড়ি। আপনি যে হোমস্টেতে থাকবেন প্রত্যেক জায়গাতেই বন ফায়ারের ব্যবস্থা রয়েছে। এখানে প্রচুর সুস্বাদু খাবার পাওয়া যায়। একেবারে গ্রাম্য পরিবেশের ছুটি কাটানোর একদম পারফেক্ট জায়গা হল মৌসুনি আইল্যান্ড।

Avatar

Papiya Paul

X