Papiya Paul

আর সিকিম নয়, পুজোর ছুটিতে বেরিয়ে আসুন এই অফবিট হিলস্টেশন থেকে, সবুজে ভরবে মন

নিউজশর্ট ডেস্কঃ নিত্যনতুন ঘুরতে(Travel) যাওয়ার জায়গার সন্ধান করতে থাকেন ভ্রমণ পিপাসু পর্যটকেরা। বারবার এক জায়গায় যেতে বিরক্ত লাগে অনেকেরই। তাই হাতে অল্প কিছুদিনের সময় পেলেই নতুন লোকেশান(Location) এক্সপ্লোর করতে ভালোবাসেন পর্যটকেরা। আর সেইসব পর্যটকদের জন্য আজকের এই প্রতিবেদন।

   

একদম অজানা একটি লোকেশনের(Offbeat Location) সম্পর্কে বিস্তারিত জানাবো আপনাদেরকে। এই জায়গাটির নাম জাম্পুই হিলস(Jampui Hills)। এই নামটার মধ্যেই একটি নতুনত্ব রয়েছে। অনেকেই এই মুহূর্তে উত্তরবঙ্গ যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে দিয়েছেন। তার কারণ সিকিমে ভয়াবহ বন্যা পরিস্থিতির পর আর সেই জায়গার ধারে কাছে ঘেঁষতে চাইছেন না পর্যটকরা। তবে এই জাম্বু হিলস স্টেশন কলকাতার কাছেই রয়েছে।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ফুট উচ্চতায় এই জায়গাটির অবস্থান। এখানে পৌঁছাতে গেলে আপনার উত্তরবঙ্গে যাওয়ার কোন প্রয়োজন নেই। পশ্চিমবঙ্গের পাশে ত্রিপুরা রাজ্যতেই রয়েছে এই জায়গা। এই জায়গাকে ত্রিপুরার সর্বোচ্চ হিলস্টেশন বলা হয়। এখানে একদিকে রয়েছে মিরোরাম পাহাড়, অন্যদিকে আছে চট্টগ্রামের সীমান্ত। এখানে একদিকে দেখতে পাবেন মিজোরাম আবার বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়ও এখান থেকে দেখা যায়।

আশেপাশের গ্রামগুলোর সৌন্দর্য চোখে পড়ার মত। এখানে অনেকগুলি থাকার জায়গা রয়েছে। এছাড়া সরকারি গেস্টহাউসও রয়েছে। এখানে ভাংমুন বলে একটি জায়গা রয়েছে। যেখানে সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য অসাধারণ দেখতে লাগে। এই জায়গার আরেকটি অন্যতম আকর্ষণ হল কমলালেবু। দার্জিলিং এর মত এখানেও অক্টোবর থেকে ডিসেম্বর মাসে প্রচুর কমলালেবু পাওয়া যায়। নভেম্বর মাসে এখানে কমলালেবুর উৎসব হয়, যেখানে নানা রকমের কমলালেবু দেখার পাশাপাশি স্থানীয় এলাকার মানুষেরা নাচ গানের আসর করে।

এখানে জম্পুই নামক একটি পাহাড় রয়েছে। যার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না। এবার পুজোতে আপনার উত্তরবঙ্গে যাওয়ার প্ল্যান যদি ক্যান্সেল হয়ে থাকে তাহলে তার পরিবর্তে জম্পুই পাহাড়ে এসে নিজের আনন্দ বহাল রাখতে পারেন।