নিউজশর্ট ডেস্কঃ আপনি কি নির্জন নিরিবিলিতে সময় কাটাতে বেশি পছন্দ করেন! বর্ষবরণের সময় নিরিবিলিতে নতুন বছর উপভোগ করতে চান! তাহলে আপনি বেড়িয়ে(Travel) আসতে পারেন এই সমুদ্র সৈকত থেকে। সুন্দরবনের অপরূপ সৌন্দর্য থেকে শুরু করে সমুদ্র সৈকতের বিশাল জলরাশির ঢেউ সমস্ত কিছুই উপলব্ধি করতে পারবেন এখানে।
চলুন তাহলে আজকের এই প্রতিবেদনে অফবিট সমুদ্র সৈকত(Offbeat Sea Beach) সম্পর্কে আলোচনা করা যাক। নতুন বছরে নিরিবিলিতে পরিবারের সঙ্গে কিংবা প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাতে চাইলে চলে আসুন গোবর্ধনপুর সমুদ্র সৈকতে(Gobardhanpur Sea Beach)। এই সমুদ্র সৈকত প্রায় ১৫ কিলোমিটার লম্বা এবং ১০ কিলোমিটার চওড়া। ২০০০ সালের পর থেকেই এই সমুদ্রের বুক থেকে রাশি রাশি বালি এসে জমা হয়ে বেলাভূমিতে পরিণত হয়েছে।
এখানে গেলে দেখতে পারবেন চারিদিকে ঝাউবন। এখানে দূষণের মাত্রা অনেক কম। যেহেতু পর্যটকেরা খুব একটা এখানে ঘুরতে আসে না তাই দূষণ এখনো সেভাবে স্পর্শ করেনি। একেবারে কোলাহলবিহীন এই সমুদ্র তটে একবার ঘুরতে গেলে আর ফিরে আসতে চাইবেন না আপনি। এর অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই।
আরও পড়ুন: Travel: খরচ নামমাত্র, বেড়িয়ে আসুন কলকাতার কাছের জমিদারি লোকেশনে, নিজেকে মনে হবে জমিদার!
এখানে গেলেই সুন্দরী, গরান, গেওয়া, হেতালের জঙ্গল দেখতে পারবেন। আর আপনার ভাগ্য ভালো থাকলে দেখা মিলতে পারে কুমিরের। সন্ধ্যেবেলা এই সমুদ্র সৈকতের সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। এখানের বড় বড় ঢেউ আপনার মন ভালো করে দেবে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও এই বেলাভূমি বেশ পছন্দের।
কিভাবে যাবেন? এখানে আসতে হলে আপনাকে শিয়ালদহ স্টেশন থেকে কাকদ্বীপ স্টেশনে এসে পৌঁছাতে হবে। কাকদ্বীপ স্টেশন থেকে বাসে করে পাথরপ্রতিমা। এরপর সেখান থেকে জলপথে জি প্লটের চাঁদমারি ঘাট পৌঁছাতে হবে। চাঁদমারি ঘাট থেকে সোজা পৌঁছে যাবেন গোবর্ধনপুর সী বিচ। তাহলে আর দেরি না করে বর্ষবরণের উৎসবকে অন্যরকমভাবে সেলিব্রেট করতে পৌঁছেছেন গোবর্ধনপুর সি-বিচে।