নিউজশর্ট ডেস্কঃ আর মাত্র দুদিনের অপেক্ষা, তারপরেই শুরু হবে হোলি উৎসব। এই সময় প্রায় সমস্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রেই লম্বা ছুটি থাকে। আর তাই এই ছুটি উপভোগ করার জন্য বহু মানুষ ঘুরতে(Travel) বেরিয়ে পড়েন। এক্ষেত্রে শহরের কোলাহল থেকে বেরিয়ে প্রকৃতির হাতছানি পাওয়ার চেষ্টা সকলের মধ্যেই থাকে। কিন্তু এই বছর হোলি উৎসব মাসের শেষে পড়াতে পকেটে টান রয়েছে। তাই কম খরচে কোথায় যাওয়া যায় সেই চিন্তা পর্যটকদের মধ্যে রয়েছে।
তবে এবার পকেটে মাত্র ২৫০ টাকা থাকলেই আপনি ঘুরে আসতে পারবেন। আজকের এই প্রতিবেদনে একটি নতুন অফবিট লোকেশন সম্পর্কে আপনাদেরকে জানাবো। যেখানে খুব কম পয়সার মধ্যে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন। এই জায়গাটি ডুয়ার্সের আশেপাশের অবস্থিত। এখন ডুয়ার্সে গেলে চারিদিকে সবুজ গাছ, নদীতে কল কল করে বইছে জল, এছাড়া নদীর আশেপাশের বিভিন্ন অজানা পাখিদের আনাগোনা, সমস্ত কিছু দেখলে মন ভালো হয়ে যাবে।
তবে ডুয়ার্স মানে যে শুধু জঙ্গল এমন কিন্তু নয়। ডুয়ার্স এমন অনেক অফবিট লোকেশন রয়েছে যেগুলো সম্পর্কে বহু মানুষ জানেন না। এই অফবিট জায়গা হল টিয়াবন। এই জায়গার নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে গেলে প্রচুর সংখ্যক টিয়ার দর্শন পাবেন আপনি। এখানে চারিদিকে সবুজ প্রকৃতির মাঝে ঝাঁকে ঝাঁকে সবুজ টিয়া দেখলে মন ভালো হতে বাধ্য।
এর সঙ্গে আপনি পেয়ে যাবেন এডভেঞ্চারাস এক্টিভিটির সুযোগ। আপনি ট্র্যাকিং, রক ক্লাইম্বিং এগুলো করার সুযোগ পাবেন। এমনকি এখানে বেশ কিছু চা বাগান রয়েছে। যেখানে আপনি ঘুরতে যেতে পারেন। টিয়াবনের কাছে রয়েছে গরুমারা, চাপড়ামারি, চালসা ভিউ পয়েন্ট থাকা খাওয়ার সম্পূর্ণ সুব্যবস্থা রয়েছে। অল্প খরচে থাকা খাওয়ার সুযোগ রয়েছে।
এর পাশাপাশি ফ্রি ইন্টারনেট এক্সেস করার সুযোগ পাবেন আপনি। এখানে থাকার জন্য আপনার খরচ হবে মাত্র ২৫০ টাকা। তাই কম খরচে একটু দূরে কোথাও নিরিবিলিতে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপলব্ধি করতে চাইলে এই দোলের উৎসবে আপনার ডেস্টিনেশন হতেই পারে ডুয়ার্সের টিয়াবন।