Odisha

Odisha: নৌকা করে ঘুরতে পারবেন জঙ্গলে, মিলবে প্রচুর পাখি-হরিণ দেখার সুযোগ, চলে যান এই সুন্দর লোকেশনে

নিউজশর্ট ডেস্ক: বাঙালিরা তো বরাবরই ভ্রমণপ্রিয় একটুও সুযোগ পেলেই হল ব্যাগ পত্র গুছিয়ে ঘুরতে যাওয়ার জন্য প্রস্তুত। সেই এক নিত্যদিনের জীবনযাত্রা, অফিসের চাপ সমস্ত কিছুকে কয়েকদিনের জন্য বন্ধ করে ঘুরতে(Travel) যেতে সকলেই পছন্দ করেন। এক্ষেত্রে বহু মানুষ আছেন, যারা ভিড় এড়িয়ে নিরিবিলিতে অফবিট লোকেশনে যেতে পছন্দ করেন।

আপনিও যদি এই সময়ে একটি আনকোরা লোকেশনের সন্ধান করে থাকেন, তাহলে এই জঙ্গল থেকে ঘুরে আসতে পারেন। এই জঙ্গলটি আছে বাংলার পাশের রাজ্য উড়িষ্যাতে। এই জায়গাটির নাম হল ‘মংলাজরী ভেটনাই’।এখানে একদিকে রয়েছে জলাশয়। আর তার চারপাশে ঘিরে রয়েছে বিশাল জঙ্গল। এই জঙ্গলে যাবার জন্য ছোট ছোট নৌকায় করে পর্যটকদের এই জলাশয় পেরিয়ে জঙ্গলের ভেতরে নিয়ে যাওয়া হয়।

একটি নৌকায় চারজন পর্যটক বসতে পারেন। এর সঙ্গে থাকেন গাইড, নাহলে এই ঘন জঙ্গলে হারিয়ে যাওয়ার প্রবল সম্ভবনা রয়েছে। এখানে নৌকা করে ঘুরতে ২ ঘণ্টার জন্য লাগবে ১২০০ টাকা। এই লোকেশানে ঘুরতে গেলে আপনি অনেক পাখির আনাগোনাও দেখতে পাবেন। দেশি-বিদেশি প্রচুর পাখি শীতের সময়ে জলাশয়ের আশেপাশে দেখা যায়। আপনি চাইলে নৌকায় বসে মাছ শিকার ও করতে পারেন।

আরও পড়ুন: Jio: ৪০০ টাকার কমে জব্বর অফার Jio-র, ৬ জিবি ডেটা ফ্রি, সঙ্গে ১৩ ওটিটি প্ল্যাটফর্ম দেখবেন বিনামূল্যে

এই মংলাজরি থেকে কিছুটা দূরেই রয়েছে ভেটনাই জঙ্গল। মাত্র দু’ঘণ্টার মধ্যে এই জায়গায় পৌঁছে যাওয়া যায়। এখানে গেলে প্রচুর কৃষ্ণসার হরিণ দেখতে পাওয়া যায়।  এই জঙ্গলের চারপাশে এই হরিণগুলো ঘুরে বেড়ায়। যদিও তারা কারোর কোন ক্ষতি করে না। এই সুন্দর লোকেশনে যদি আপনি ঘুরতে যান, তাহলে খুব সহজেই আপনার মন জয় করে নেবে।

কিভাবে যাবেন? এখানে যেতে হলে প্রথমে হাওড়া থেকে ট্রেন ধরতে হবে। এরপর ট্রেনে করে পৌঁছাতে হবে বালুগাঁও। সেখান থেকে গাড়ি করে যেতে হবে, মংলাজরি। আপনি চাইলে অটো করে ও পৌঁছে যেতে পারেন। এখানে থাকার জন্য ওড়িশা বনদপ্তরে ব্যবস্থা রয়েছে। মনে রাখবেন, এখানে আসার আগে অবশ্যই বুকিং করে আসতে হবে।

Papiya Paul

X