বছর শেষে সুখবর! মা হচ্ছেন সকলের প্রিয় ‘গুনগুন’ তৃণা সাহা!

টিআরপি যুদ্ধে সবসময় লড়াই চলছে জি বাংলা ও ষ্টার জলসার ধারাবাহিকগুলোর মধ্যে। এই টিকে থাকার জন্য নতুনত্ব টুইস্ট আনেন ধারাবাহিক নির্মাতারা। সেই তালিকায় রয়েছে ষ্টার জলসার ‘খড়কুটো’, প্রথম থেকেই টিআরপি তালিকার প্রথমের দিকে থাকতে দেখা যাচ্ছে এই সিরিয়ালকে। একের পর এক চমক দেখা যায় এই সিরিয়ালে।

তবে এবারের চমক নাকি আরও বেশি জমকালো ও খুশির। তাঁর কারণ এই সিরিয়ালে আবির্ভাব ঘটছে নতুন এক অতিথির। না কোনো ভিলেন চরিত্রের নয়, এবার আসছে ছোট্ট গুনগুন। সম্প্রতি ষ্টার জলসা এই সিরিয়ালের একটি প্রোমো পোস্ট করেছে। যেখানে দেখা যাচ্ছে ‘গুনগুন’ সান্তা ক্লজ সেজে প্রত্যেকের ঘরে গিয়ে উপহার ভরা মোজা রেখে আসছে।

কিন্তু নিজের ঘরে এসে তার স্বামী ক্রেজিকে খুঁজে না পেয়ে একেবারে অবাক হয়ে গিয়েছে গুনগন। এরপরেই বিছানায় চোখ পরে গুনগুনের। সেখানে রয়েছে ঝলমলে আলোয় রাখা একটা সারপ্রাইজ। সেটা হল একটা ছোট্ট পুতুল। যার গায়ে লেখা আছে লিটল ‘গুনগুন!’ এই ভিডিও পোস্ট হতেই শোরগোল পরে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সকলেই ভাবছেন, গুনগুন হয়তো সত্যি এবার মা হতে চলেছেন। আর তাই খুশির খবর এভাবে সারপ্রাইজ দিচ্ছেন বাবিন। কয়েকদিন আগেই দার্জিলিং থেকে ফিরেছে খড়কুটো পরিবার। আর ফিরে এসেই নতুন চমক নিয়ে প্রস্তুত খড়কুটো। যদিও এই টুইস্ট নিয়ে কিছুই জানাননি চ্যানেল কর্তৃপক্ষ।

Papiya Paul

X