Khelna Bari

Moumita

১৮ বছরের মিতুল, মেয়ের বয়স ২৫, মায়ের চরিত্রে অভিনয় নিয়ে যা বললেন ছোটপর্দার ‘সিংহম’

দীর্ঘ ১৮ বছরের লম্বা বিরতি, মিতুলের ছোট্ট একরত্তি মেয়ে এখন বড় হয়ে গেছে। আর সেই মেয়েকে কলেজে পৌঁছাতে গিয়েই ঘটল অঘটন। ১৮ বছর পর নিজের ছেলে আদরের মুখোমুখি হয়েছে সে। ঠিক এমনটাই দেখা গেছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক (Bengali Serial) ‘খেলনা বাড়ি’র (Khelna Bari) সাম্প্রতিক প্রোমোতে (Promo)।

   

প্রসঙ্গত, অফস্ক্রিন ছেলে মেয়ের বয়স বেড়ে গেলেও মিতুলের মধ্যে কিন্তু কোনো পরিবর্তন আসেনি। প্রোমো দেখে এটা স্পষ্ট যে বয়স বেড়েছে মিতুলের, কিন্তু মনের বয়স কি বেড়েছে? ১৮ বছর পেরিয়ে গেলেও হারানো ছেলের শোক সে আজও ভুলতে পারেনি।

যাইহোক, জি বাংলার এই নতুন প্রোমো তে দেখা যাচ্ছে, মেয়ের কলেজে গিয়ে আদর বলে একটি ছেলের মারপিট দেখে রেগে লাল মিতুল। কষিয়ে এক চড়ও বসায় সেই ছেলের গালে। জিজ্ঞেস করে, তার মা তাকে কী শিক্ষা দিয়েছে? তো এই মিতুলের চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি। জানেন কি যে, সে এখনো স্কুলের গন্ডিই পার হয়নি।

Tollywood,Gossip,Entertainment,Zee Bangla,Khelna Bari,Aratrika Maiti,Promo,Interview,টলিউড,বিনোদন,গসিপ,বাংলা ধারাবাহিক,মিতুল,জি বাংলা,খেলনা বাড়ি,প্রোমো,Mitul

‘খেলনা বাড়ি’ তার কেরিয়ারের দ্বিতীয় সিরিয়াল। অনেকেই হয়ত জানেননা যে, বর্তমানে সে দ্বাদশ শ্রেণির ছাত্রী। এদিকে পর্দায় সে এক কলেজে পড়া ছেলের মা। স্কুলে পড়া একটি মেয়ের ক্যামেরার সামনে এক জন মায়ের চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলা কতটা কঠিন? সম্প্রতি এই নিয়েই মুখ খুললেন আরাত্রিকা‌।

Tollywood,Gossip,Entertainment,Zee Bangla,Khelna Bari,Aratrika Maiti,Promo,Interview,টলিউড,বিনোদন,গসিপ,বাংলা ধারাবাহিক,মিতুল,জি বাংলা,খেলনা বাড়ি,প্রোমো,Mitul

স্বনামধন্য সংবাদ মাধ্যম আনন্দবাজার অনলাইনের সাথে সাক্ষাৎকারে বসে মিতুল বলেন, “কঠিন তো বটেই। আমি এখনও স্কুলের ছাত্রী। সেখানে আমার ছেলেমেয়েরা আমার থেকেও বয়সে বড়। ক্যামেরার সামনে বয়সের ফারাক হয়তো মেকআপের মাধ্যমে বোঝা যাবে। কিন্তু আচরণগত দিক থেকে অনেক রকম পরিবর্তন আসবে। যদিও আমায় প্রোমোতে দেখে অনেকেই কোনও পার্থক্য খুঁজে পাবেন না। তবে আমি চেষ্টা করছি।”

Tollywood,Gossip,Entertainment,Zee Bangla,Khelna Bari,Aratrika Maiti,Promo,Interview,টলিউড,বিনোদন,গসিপ,বাংলা ধারাবাহিক,মিতুল,জি বাংলা,খেলনা বাড়ি,প্রোমো,Mitul

এদিকে বড় গুগলির চরিত্রে যাকে দেখা যাচ্ছে, সে আরাত্রিকার চেয়ে অনেকটাই বড়। আরাত্রিকার কথায়, “না, মায়ের চরিত্রে অভিনয় করতে কোনও সমস্যাই হবে না। যদিও আমিও আচমকাই গল্পের এই নতুন টুইস্টের কথা জানতে পেরেছি। তবে খানিকটা ভালই লাগছে কম বয়সে মায়ের চরিত্রে অভিনয় করতে।”