Tithi Basu

Additiya

অল্প বয়সে ছেড়ে চলে যায় বাবা, সংসার সামলাতে হয় ছোট্ট ঝিলিক, শৈশবের কষ্টের কথা জানালেন তিথি

বাংলা টেলিভিশনে (Bengali Serial) বেশ জনপ্রিয় অভিনেত্রী তিথি বসু (Tithi Basu)। শিশু শিল্পীর চরিত্রে অভিনয় করেই দর্শকদের মন কেড়েছেন এই অভিনেত্রী। স্টার জলসার(Star Jalsa) পর্দায় ‘মা’(Maa) ধারাবাহিকে ছোট্ট ‘ঝিলিকের’ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। তাঁর অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের।

   

যদিও দর্শকদের সামনে শিশুশিল্পী হিসেবে ধরা দিলেও বর্তমানে বাংলা ধারাবাহিক থেকে অনেকটাই দূরে সরে গেছেন এই অভিনেত্রী। তা বলে ছাড়েননি অভিনয়। সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় তিনি। তাঁর অনুরাগীর সংখ্যাও নেহাতই কম নয়। তবে অভিনেত্রীর বাস্তব জীবনের চাইতে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চা হয় ভক্তমহলে।

সম্প্রতি বাস্তব জীবন নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেত্রী। ছোট থেকেই অনেক কষ্ট করে বড় হয়েছেন তিনি। মাত্র ১৫ বছর বয়সেই তাঁর কাঁধে এসে পরে সংসারের দায়িত্ব। সামলাতে হয়েছে মা কে। এমনকি মাধ্যমিক পরীক্ষা চলাকালীন নুন-ভাত খেয়ে স্কুলে গেছেন তিনি।

বিনোদন,টলিউড,বাংলা সিরিয়াল,স্টার জলসা,তিথি বসু,Entertainment,Tollywood,bengali Serial,Star Jalsa,Tithi Basu

এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমার সামনে তখন জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। ঠিক সেই সময় বাবা আমাদের ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। সংসারের সমস্ত দায়িত্বটাই এসে পড়ে আমার ওপর। খুব কষ্ট করেই কাটিয়েছি এক একটা দিন। যদিও সমালোচনা করতে ছাড়েনি কেউ। সকলেই বলতো ওর বাবা তো ছেড়ে চলে গেছে। সকলের কাছে আমি হাসির খোরাক হয়ে গেছিলাম’।

বিনোদন,টলিউড,বাংলা সিরিয়াল,স্টার জলসা,তিথি বসু,Entertainment,Tollywood,bengali Serial,Star Jalsa,Tithi Basu

তবে এই পরিস্থিতি অনেকটাই শক্ত করেছে অভিনেত্রীকে। উল্লেখ্য, অল্প বয়সেই প্রেমে পড়েছিলেন অভিনেত্রী তিথি বসু। বাংলার জনপ্রিয় ক্রিকেটার দেবায়ুধ পালের সঙ্গে চুটিয়ে প্রেম করছিলেন সকলের প্রিয় ঝিলিক। তবে গত বছরের শেষের দিকেই ভাঙ্গন ধরে সম্পর্কে। সোশ্যাল মিডিয়ায় প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের কথা নিজেই ঘোষণা করেছিলেন অভিনেত্রী।