মার্কেটে প্রচুর ডিম্যান্ড! এই ৩ টি ব্যবসা করতে পারলে পকেট ভরবে অঢেল টাকায়

নিউজশর্ট ডেস্কঃ এখন শুধুমাত্র আর নয়টা-পাঁচটার চাকরির ওপর নির্ভরশীল থাকে না মানুষজন। তার পরিবর্তে কেউ যেমন ব্যবসা(Business) করে নিজেকে প্রতিষ্ঠিত করে তুলতে চাইছেন। কেউ আবার অন্য কোন নতুনত্ব প্রচেষ্টার মাধ্যমে নিজের আর্থিক বৃদ্ধি করতে চাইছে।

কেউ বাড়িতে বিভিন্ন রকমের খাবার তৈরি করে সেগুলো হোম ডেলিভারির ব্যবসার মাধ্যমে ভালো টাকা উপার্জন করছে। কেউ আবার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ভিডিও করে সেখান থেকে অর্থ উপার্জন করছে। বর্তমান সময়ে এরকম নানারকমের ব্যবসার পথ প্রশস্ত হয়েছে। এ ধরনের ব্যবসাগুলো ঠিকভাবে করে উঠতে পারলে অর্থ উপার্জন নিয়ে আর কোন চিন্তা থাকবে না। আজকের এই প্রতিবেদনে এমনই তিনটি ব্যবসার(Business Idea) সম্পর্কে আপনাদেরকে জানাবো।

১) বিভিন্ন ধরনের মিষ্টি – মিষ্টি ছাড়া চলে না বাঙালির। সব অনুষ্ঠানে শেষ পাতে চাই মিষ্টি। মিষ্টির দোকানে তাই বিভিন্ন উৎসব এর উপর ভিত্তি করে নানা রকমের মিষ্টি তৈরি করা হচ্ছে। যেমন শুভ বিজয়া সন্দেশ বা ভাইফোঁটা সন্দেশ। তেমনি রয়েছে বিভিন্ন রঙের রসগোল্লা। তাই এই ধরনের থিমভিত্তিক মিষ্টি ব্যবসা করলে প্রচুর টাকা অর্থ উপার্জন করা যায়। তত্ব হোক কিংবা জন্মদিন সবকিছুতেই এই ধরনের ইউনিক ডিজাইনের মিষ্টির চাহিদা বাড়ছে। এর জন্য প্রয়োজন হবে একজন দক্ষ মিষ্টি তৈরির কর্মচারী এবং সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে ভালো করে এই ব্যবসা প্রচার করতে পারলে কেল্লাফতে।

২) বয়স্কদের যত্ন – আমাদের দেশে এখন ধীরে ধীরে এই ধরনের সেবামূলক কাজ শুরু হয়েছে। কিন্তু বর্তমানে এই কাজের যত চাহিদা রয়েছে সেরকম ব্যবস্থা এখনো চালু হয়নি। অনেক বয়স্ক ব্যক্তি রয়েছে যাদের সন্তানেরা বিদেশে পড়াশোনা করছেন বা চাকরি করছেন তাই তাদের সমস্ত রকম করার জন্য লোকের বিশেষ প্রয়োজন। একদম অল্প খরচের মধ্যে যদি বয়স্কদের জন্য বিভিন্ন রকমের পরিষেবা দেওয়া যায় তাহলে তা জনপ্রিয় হতে সময় লাগবে না। এর জন্য প্রয়োজন পরিশ্রমী কিছু মানুষজন। তারপরেই আস্তে আস্তে ফুলে ফেঁপে উঠবে আপনার পকেট।

৩) পোষ্যদের বেড়াতে নিয়ে যাওয়া – অবাক লাগলেও পোষ্যদের বেড়াতে নিয়ে যাবার জন্য লোক রাখা হয় বিদেশে। হলিউডের বহু ছবিতে নায়ক নায়িকাকে এই কাজ করতে দেখা গিয়েছে। আমাদের দেশেও যদি এই পরিষেবা শুরু করা যায় তাহলে গ্রাহকের সংখ্যা কম হবে না। সকালে এবং বিকালে কিছুটা সময় দিতে পারলেই এই ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন।

Papiya Paul

X