পার্থ সারথি মান্না, কলকাতাঃ একটা সরকারি চাকরির আশা সকলেই করেন, তবে সবার ক্ষেত্রে সেটা পাওয়া সম্ভব হয় না। যদিও প্রাইভেট কাজ করলেও কোম্পানি যদি ইপিএফও (EPFO) এর সুবিধা প্রদান করে তাহলে ভবিষ্যৎ কিছুটা নিশ্চিত। আপনার কি EPFO রয়েছে? যদি থাকে তাহলে সম্প্রতি যে আপডেট এসেছে সেটা অবশ্যই জেনে রাখা উচিত। প্রাইভেট চাকরিজীবীরাও এবার থেকে ৯০০০ টাকা পর্যন্ত পেনশন পেতে পারবেন! কিভাবে? জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
প্রাইভেট চাকরিতেও ৯০০০ টাকা পেনশন
যে সমস্ত ব্যক্তিরা বেসরকারি কোম্পানিতে চাকরি করেন ও EPFO এর সদস্য তাদের জন্য বড় খবর। গত বছরই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইউনিফায়েড পেনশন স্কিম বা UPS এর ঘোষণা করা হয়েছে। তবে এক্ষেত্রে কি প্রাইভেট কাজ করলেও অবসরের পর মাসে ৯০০০ টাকা করে প্রতিমাসে পাওয়া যাবে? জানা যাচ্ছে, UPS প্রকল্পের আওতায় ২৫ বছর ধরে কাজ করলে সেই কর্মী অবসর গ্রহণের শেষ বছরে প্রাপ্ত মূল বেতনের আর্থিক পেনশন পাওয়া যাবে। আগামী ১লা এপ্রিল ২০২৫ থেকেই এই নিয়ম লাগু হবে। তবে সরকারি কর্মীদের পেনশন সুনিশ্চিত করার পর এবার বেসরকারি কর্মী যারা EPFO এর আওতায় রয়েছেন তাদের জন্য পেনশনের দাবি আরও তীব্র হচ্ছে।
কি বলছে পেনশনভোগীরা?
বর্তমানে এমনও কর্মী রয়েছেন যারা মাসে ১০০০ টাকা পেনশন পান। তবে এক হাজার টাকায় কিছুই আসে না, যার ফলে অবসরের পর জীবিকা নির্বাহ করা একপ্রকার অসম্ভব। তাই পেনশনভোগীদের দাবি নূন্যতম পেনশন ৯০০০ টাকা করা উচিত। এছাড়া বিনামূল্যে চিকিৎসা ও মহার্ঘ্য ভাতাও দেওয়া উচিত বলে দাবি করা হয়েছে। যদি এই নিয়ম চালু করা হয় তাহলে EPS এর অধীনে থাকা ১৮৬টি প্রতিষ্ঠানের ৮০ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।
আরও পড়ুনঃ দিঘাতেই মিলবে গোয়ার ফিল! এল ওয়াটার পার্ক তৈরির ঘোষণা, কোথায় হবে জানেন?
আকীদাবি ছিল মাদ্রাজ লেবার ইউনিয়ান ও বি অ্যান্ড সি মিলস স্টাফ ইউনিয়ান কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর। পেনশন প্রসঙ্গে EPS-95 এর জাতীয় সংগ্রাম কমিটির সভাপতির মতে, বাজেট ২০২৫ প্রকাশ্যে আসার আগেই অর্থমন্ত্রীর সাথে এই নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু এবছরের বাজেটে এমন কোন ঘোষণা আসেনি, তাই অনেকেই খুশি হননি। তাই আগামী দিনে সরকার এই বিষয়ে কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার অপেক্ষা।