পার্থ সারথি মান্না, কলকাতাঃ এপ্রিল মাস পড়তেই উষ্ণতার পারদ চড়তে শুরু করেছে হু হু করে। ইতিমধ্যেই বাংলার একাধিক জায়গায় তাপমাত্রা পেরিয়েছে ৩৫-৪০ ডিগ্রি সেলসিয়াস। এমতাবস্থায় কবে থেকে স্কুলে গরমের ছুটি পড়বে সেটা জানার জন্য আগ্রহ বাড়ছিল ছাত্রছাত্রী থেকে শুরু করে অবিভাবকদের। এবার সেই ঘোষণাই মিলল মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক থেকে।
গরমের ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
আজ অর্থাৎ বৃহস্পতিবার কবে থেকে স্কুলের ছুটি পড়বে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ১২ই মে থেকে গরমের ছুটি চালু হওয়ার কথা জানানো হয়েছিল শিক্ষা দফতরের তরফ থেকে। তবে এপ্রিল থেকে যে হারে গরম পড়তে শুরু করেছে তাতে ছুটি এগিয়ে আসবে বলেই জল্পনা শুরু হয়েছিল।
কবে থেকে পড়ছে ছুটি আর কতদিন?
ছুটি ঘোষণা তো হল, এখন প্রশ্ন কবে থেকে ছুটি ঘোষণা করা হল আর কত দিনের জন্য ছুটি দেওয়া হল? জানা যাচ্ছে আগামী ৩০শে এপ্রিল থেকে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি পড়ছে। যেটা আপাতত ২৩শে মে পর্যন্ত চলবে বলে মনে করা হচ্ছে। তবে গরম না কমলে এই ছুটি ফের বাড়ানো হতে পারে বলেই মনে করা হচ্ছে।
গতবছরও একইভাবে ৯ই মে থেকে ২০ মে পর্যন্ত ছুটি দেওয়া হবে বলে জানানো হয়েছিল। তবে পরবর্তীকালে তীব্র গরমের জেরে পড়ুয়াদের স্বার্থে ছুটি এগিয়ে এনে ২১শে মে থেকেই ছুটি দেওয়া হয়। এমনকি গরম না কমায় ছুটি বাড়িয়ে দেওয়া হয় ২রা জুন অবাধ স্কুল বন্ধ রাখা হয়েছিল।
আরও পড়ুনঃ আজ থেকেই ঝড়-জলের পূর্বাভাস, ভিজবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা? দেখুন আবহাওয়ার আপডেট
ছুটির না বাড়িয়ে বদলানো হোক স্কুলের সময় দাবি শিক্ষকদের
গতবছরের এবছরেও গরমের ছুটি যেমন এগিয়ে আনা হল তেমনি হয়তো পরবর্তীতে ছুটি বর্ধিত করার ঘোষণাও মিলতে পারে। কিন্তু ছুটি বর্ধিত করার পক্ষে একেবারেই মত নেই শিক্ষকদের। কারণ সময় মত ক্লাস না হলে পাঠক্রম শেষ করে ওঠা যায় না। এক্ষেত্রে ছুটি ঘোষণা করার বদলে যদি সময়ের পরবর্তন করে সকালের দিকে স্কুল খোলা যায় সেটা বেশি ভালো হবে বলে মত তাদের। ক্ষেত্রে পড়াশোনা থেকে যেমন দীর্ঘ্যদিনের বিরতি হওয়ার সম্ভাবনা কমছে তেমনি পাঠক্রমও শেষ করা যাবে। একইসাথে মিড-ডে মিল প্রকল্প ও তার সাথে জড়িত কর্মীদের উপরেও প্রভাব পড়বে।