Arijit

টোকিও অলিম্পিকে প্রথম সোনা! স্বর্ণপদক জিতে ইতিহাস গড়লেন নীরজ চোপড়া

অবশেষে সোনা এল ভারতে। টোকিও অলিম্পিকে ভারতের সোনার খরা কাটলো নীরজ চোপড়ার হাত ধরে। প্রথম দুটি দুর্দান্ত থ্রো করেই ভারতে টোকিও অলিম্পিকের প্রথম সোনা এনে দিলেন নীরজ। প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিকের ইতিহাসে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের কোনও ইভেন্টে পদক জিতলেন। তা-ও একেবারে সোনা। পুরো দেশকে গর্বিত করলেন নীরজ। এর আগে অ্যাথলেটিক্সে ভারত কোন পদকই জিততে পারেনি। আর সেখানে নীরজের এই সোনা জয় ভারতের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

   

শনিবার সোনা জয়ের লক্ষ্যে নেমেছিলেন নীরজ। শুরু থেকেই নীরজের দিকে তাকিয়ে ছিল গোটা দেশ। দ্বিতীয় ভারতীয় হিসেবে অলিম্পিকে ব্যক্তিগত বিভাগে সোনা জিতলেন নীরাজ। এর আগে ২০০৮ বেজিং অলিম্পিক্সে শুটিংয়ে সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা।

ফাইনালে প্রথম প্রচেষ্টায় ৮৭.০৩ মিটার ছুড়ে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে যান। দ্বিতীয় প্রচেষ্টায় দূরত্ব আরও বাড়িয়ে নেন তিনি। এবার ছোড়েন ৮৭.৫৮ মিটার। হাত থেকে জ্যাভলিনে বেরনো মাত্রই উল্লাস করতে থাকেন নীরজ।