Nirmala Sitaraman Big Announcement for Students in Union Budget 2024-25

এক-দু হাজার নয় এবার প্রতিমাসে মিলবে ৫০০০ টাকা! বাজেটে পড়ুয়াদের জন্য বিরাট ঘোষণা সরকারের

নিউজশর্ট ডেস্কঃ এদেশের মানুষের সুবিধার্থে একগুচ্ছ জন কল্যাণকর প্রকল্প চালু করেছে সরকার (Government Scheme)। নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্য একাধিক সুবিধা দিয়েছে সরকার। এবার বাজেট পেশ হতেই উঠে এল আরও এক বড় খবর। এবছরের বাজেটেই ছাত্রছাত্রীদের জন্য চালু করা হবে এক নয়া নিধি।

চলতি বছরে লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে প্রায় দেড় মাস হতে চলল। আগেই শোনা গিয়েছিল, জুলাই মাসে তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আগেই জানিয়েছিলেন, ২০৪৭ সালকে মাথায় রেখে এই বাজেট তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী মঙ্গলবার বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এদিন সংসদে দাঁড়িয়ে বাজেটে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন তিনি।

বাজেটে বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

বাজেটে দেশের উন্নয়ন, যুব সম্প্রদায়, EPFO নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ইন্টার্নশিপ থেকে শুরু করে শিক্ষা ঋণ, একাধিক বিষয়ে ‘সুখবর’ দেন তিনি।এদিন নির্মলা সীতারমণ বলেন, আগামী ৫ বছর এদেশের ১ কোটি যুবক-যুবতী ইন্টার্নশিপের সুযোগ পাবেন। ৫০০টি বড় সংস্থায় ইন্টার্নশিপের সুযোগ পাবেন তাঁরা। এক বছর ধরে হাতে কলমে কাজ শেখার পাশাপাশি মাসিক স্টাইপেন্ডও দেওয়া হবে তাঁদের। ১ কোটি পড়ুয়াকে প্রত্যেক মাসে ৫০০০ টাকা প্রদান করা হবে।

Nirmala Sitaraman giving Budget Speech

জানা যাচ্ছে, সংশ্লিষ্ট সংস্থাগুলি প্রশিক্ষণের খরচ বহন করার পাশাপাশি ছাত্রছাত্রীদের মাসিক স্টাইপেন্ডের ১০% টাকা দেবেন। এর ফলে একদিকে যেমন যুব সম্প্রদায় হাতে কলমে কাজ শিখতে পারবে, তেমনই তাঁদের সামনে কাজের সুযোগও খুলে যেতে পারে বলে মনে করা হচ্ছে।ইন্টার্নশিপের পাশাপাশি এদিন শিক্ষা ঋণ নিয়েও বড় ঘোষণা করা হয়েছে। দেশের মধ্যে পড়াশোনার জন্য ১০ লক্ষ টাকা অবধি এডুকেশন লোন দেওয়ার বিষয়ে সরকার সাহায্য করবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ ছাত্রছাত্রীদের জন্য সুখবর! ৫০,০০০ টাকার স্কলারশিপ দিচ্ছে এই সংস্থা, ঝটপট করুন অ্যাপ্লাই

এর জন্য প্রত্যেক বছর ১ লক্ষ ছাত্রছাত্রীকে ই-ভাউচার প্রদান করা হবে। সেই সঙ্গেই রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে একটি প্রকল্প আনার কথা বলছে কেন্দ্র। এর দ্বারা শিক্ষার্থীদের ৫ বছর ধরে প্রশিক্ষণ দেওয়া হবে। এই ঘোষণায় প্রচুর সংখ্যক শিক্ষার্থী উপকৃত হবে বলেই মনে করা হচ্ছে। 

উল্লেখ্য, এই নিয়ে টানা সপ্তমবারের জন্য বাজেট পেশ করলেন নির্মলা। স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী হিসেবে টানা ৭ বারের জন্য বাজেট পেশ করার নজির গড়লেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল মোরারজি দেশাইয়ের দখলে, তিনি টানা ৬বার বাজেট পেশ করেছিলেন।

Avatar

Koushik Dutta

X