চলতি বছরের নির্বাচনের সময় বিজেপি এবং তৃণমূল দুই শিবিরে ছিল তারকা’র ছড়াছড়ি। প্রায় সমস্ত তারকাই যোগদান করেছিলেন তৃণমূল অথবা বিজেপিতে। তারকা বৃন্দকে সামনে দাঁড় করিয়ে যুদ্ধ জয় করার চেষ্টা করেছিলেন তৃণমূল ও বিজেপি। তারকাদের প্রতিশ্রুতি এবং তাদের মন জয় করার ভঙ্গি যেন কাজে লাগাতে চেয়েছিল দুই শিবির। কিন্তু এই পন্থা আদৌ সফল হয়নি। কোনো তারকাকেই নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর আর দেখতে পাওয়া যায় না। একেবারে ডুমুরের ফুল হয়ে আরো একবার নিজের জগতে ফিরে যান এই সমস্ত তারকা।
সম্প্রতি শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিজেপি ছেড়ে দেওয়াকে নিয়ে উত্তাল হয়েছে দুই দল। এবার এই নিয়ে মুখ খুললেন বর্তমান সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে বললেন আগামী পৌরসভা ভোটের সম্পর্কে কিছু কথা। আগামী পুরসভা ভোটের প্রার্থী তালিকা কবে প্রকাশিত হবে, কাদের প্রার্থী করা হবে, এই নিয়ে প্রশ্ন করলে দিলীপ ঘোষ বলেন, “সময়ের সাথে সাথে সবকিছু হয়ে যাবে। প্রার্থী তালিকা তৈরি করার কাজ চলছে। দলের অনেক কমিটি রয়েছে তারা বিষয়টি দেখছেন”।
তবে যখন প্রশ্ন করা হলো এবারে কোন তারকা প্রার্থী থাকবেন কিনা পুর ভোটের প্রার্থী হিসেবে? কোন নতুন চমক থাকবে কিনা? উত্তরে দিলীপ ঘোষ সাফ জানিয়ে দেন, “এবারে কোন ফিল্মস্টারকে নেওয়া হবে না। পুরভোটে বিজেপির কর্মীরা লড়বেন”।
উল্লেখ্য, ১৯ ডিসেম্বর পৌরসভা নির্বাচন হতে পারে কলকাতা এবং হাওড়াতে। শুধুমাত্র এই দুই পৌরসভাতে কেন নির্বাচন হবে, সেটা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন বিজেপি। তবে আপাতত কলকাতা এবং হাওড়ার নির্বাচন নিয়ে শাসক-বিরোধী দুই পক্ষ যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে।