New Business Ideas

New Business Ideas: পুঁজি ছাড়া শুধু মোবাইল থাকলেই হবে বাজিমাত, এই ৩ ব্যবসায় ঘরে বসে ইনকাম লাখ টাকা

নিউজশর্ট ডেস্কঃ চাকরির পাশাপাশি ব্যবসা(Business) করে এখন মানুষ প্রচুর টাকা উপার্জন করছেন। অনেকে আবার ব্যবসা করার চিন্তাভাবনা করেও বেশি পুঁজি লাগবে ভেবে পিছিয়ে যাচ্ছেন। তবে ব্যবসা করতে যে বিরাট অংকের পুঁজি লাগবে এই ধারণা একেবারেই ভুল। সব ব্যবসার জন্য বিরাট পুঁজির প্রয়োজন হয় না। এমন কিছু ব্যবসা রয়েছে যেখানে বড় পুঁজি দূর কথা, এক পয়সা ছাড়াও আপনি অনায়াসেই ব্যবসা শুরু করতে পারেন।

তবে এক্ষেত্রে সঠিক বিচার এবং বিশ্লেষণে প্রয়োজন হয়। যে ব্যবসা শুরু করবেন সেক্ষেত্রে আগে ব্যবসার চাহিদা, গ্রাহক কারা, কিভাবে ব্যবসা করলে ভালো উপার্জন হবে সমস্ত কিছু সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। পুঁজি ছাড়াও যে ব্যবসা শুরু করা যায় আজকের এই প্রতিবেদনে এমনই তিনটি ব্যবসার(Business Idea) কথা আলোচনা করা হলো।

১) ইউটিউব ভিডিও- এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আর শুধুমাত্র ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রাম নয়, ইউটিউবের দর্শক সংখ্যাও এখন বহু গুণ বেড়ে গিয়েছে। এর ফলে ইউটিউবারদের আয় তরতরিয়ে বাড়ছে। বিনিয়োগ এই ব্যবসার ক্ষেত্রে নেই বললেই চলে। শুধুমাত্র দরকার স্মার্টফোন, ক্যামেরা, কম্পিউটার এবং ইন্টারনেট। আকর্ষণীয় কনটেন্ট তৈরি করতে পারলে ভিউজ বাড়লে চ্যানেলের উপার্জন শুরু হয়ে যায়। এছাড়া বিজ্ঞাপন, প্রোডাক্ট বিক্রি থেকে ইউটিউব এর পার্টনার হওয়ার সুযোগ, স্পন্সারস ভিডিও ইত্যাদি বিভিন্ন সুযোগ-সুবিধা থাকে। ফলে খুব সহজেই বাড়িতে বসে প্রচুর প্রচুর টাকা ইনকাম করা যায়। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে বছরে ৪ লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। আর যারা অনেক বেশি বিখ্যাত ক্রিয়েটর হয়ে গেছেন তাদের প্রত্যেক মাসের আয় কয়েক লক্ষ টাকা। এক্ষেত্রে সবটাই নির্ভর করছে ভিউজ এবং সাবস্ক্রাইবদের সংখ্যার উপর।

আরও পড়ুন: Business Idea: পুঁজি নিয়ে নেই টেনশন, লাভ হবে খরচেরও চারগুণ, এইভাবে শসার ব্যবসায় রাতারাতি হবেন মালামাল!

২) গ্রাফিক ডিজাইনার: এখন ফ্রিল্যান্স গ্রাফিক্স ডিজাইনারদের চাহিদা বেড়ে চলেছে। লোগো ডিজাইন, বিলবোর্ড ডিজাইন, বইয়ের কভার ডিজাইন ইত্যাদি বিভিন্ন রকমের কাজের ডিজাইন করে নিজের ব্যবসা বাড়ানো যেতে পারে। এই ক্ষেত্রে অনেক বেশি ডেডিকেটেডলি কাজ করতে হবে। ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। একজন গ্রাফিক ডিজাইনার শুরুর দিকে বছরে তিন লাখ টাকা আয় করতে পারেন এবং পরবর্তীকালে দক্ষ এবং অভিজ্ঞতা বাড়লে ৬ থেকে ৭ লাখ টাকা উপার্জন করা যায়।

৩) অ্যাফিলিয়েট মার্কেটিং- এই মার্কেটিংয়ে অন্যের প্রোডাক্টের প্রচার করতে হয়। এই ব্যবসা সম্পর্কে এখনো অনেকে অবগত নয়। কোন কোম্পানির ওয়েবসাইটে কত ট্রাফিক আসছে বা কতটা লিড হচ্ছে সে সমস্তটা দেখা এটার কাজ। এই কাজে  কোন ঝুঁকি নেই বরং তার বদলে মোটা টাকা উপার্জন করা যায়। খুব সহজে এই কাজ করে বছরে আড়াই লাখ টাকা থেকে তিন লাখ টাকা ইনকাম হয়ে যাবে।

Papiya Paul

X