Arijit Singh

‘কেউ বাংলা বুঝবে না’, ভক্তের আবদার মেটাতে না পেরে আক্ষেপ প্রকাশ অরিজিৎ সিং-র

সংগীতজগতে এক জনপ্রিয় নাম অরিজিৎ সিং (Arijit Singh)। ৮ থেকে ৮০ সকলেই মুগ্ধ তাঁর কন্ঠে। বলিউড (Bollywood) হোক কিংবা টলিউড (Tollywood) তাঁকে ছাড়া অসম্পূর্ণ গানের জগত। গোটা দেশ জুড়ে এখন চলছে তাঁর কনসার্ট। সম্প্রতি লাইভ কনসার্টে বেঙ্গালুরু গিয়েছিলেন সংগীতশিল্পী। চলছিল অনুষ্ঠান। হঠাৎ করেই মঞ্চে দাঁড়িয়ে আক্ষেপ প্রকাশ করলেন তিনি। বলে উঠলেন ,’কেউ বাংলা বুঝবে না’।

পশ্চিমবঙ্গের জিয়াগঞ্জে জন্ম হয়েছে অরিজিৎ সিং-এর। সেখানেই বেড়ে ওঠা। বিপুল সম্পত্তির মালিক হলেও একেবারে সাদামাটা জীবনযাপন করতেই ভালোবাসেন সকলের প্রিয় অরিজিৎ। বর্তমানে সংগীত জগতে চলছে তাঁর রমরমা। গত শনিবার বেঙ্গালুরুর ‘গার্ডেন সিটিতে’ লাইফ কনসার্ট চলছিল জনপ্রিয় এই সংগীত শিল্পীর। উপচে পড়েছিল ভিড়। মঞ্চে দাঁড়িয়ে তিনি গেয়ে চলেছিলেন একের পর এক হিন্দি গান।

হঠাৎ করে দর্শক আসন থেকে আসে এক অনুরোধ। একজন বলে ওঠেন, ‘একটা বাংলা গান গাও’। আবদার শুনে হেসে ফেলেন সংগীতশিল্পী। তিনি বলেন, ‘এখানে কেউ বাংলা বুঝবে না’। তবে কথার মাধ্যমে নয়। কাবির সিং ছবির, ‘তুঝে কিতনা চাহানে লাগে হাম’ গান গাইতে গাইতেই ভক্তকে এই জবাব দিলেন সংগীতশিল্পী। আর এতেই সন্তুষ্ট বাঙালি ভক্তরা।

বিনোদন,বলিউড,টলিউড,অরিজিৎ সিং,Entertainment,Bollywood,Tollywood,Arijit Singh

একেবারে বাঙালি বেশে ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠান করতে উপস্থিত হয়েছিলেন অরিজিৎ সিং। পরনে ছিল সাদা ফতোয়া এবং জিন্সের প্যান্ট। মাথায় পাগড়ি। বুকে লাগানো তেরঙ্গা ব্যাচ। এই মঞ্চে দাঁড়িয়ে একের পর এক হিন্দি গান গেয়ে ভক্তদের মুগ্ধ করেছেন সংগীতশিল্পী। এমনকি তার কন্ঠে শোনা গেল কন্নড় ভাষার গানও। কান্তারা ছবির ‘ বরাহরূপম দৈব ভা রিসতাম ‘ গানটিও শোনা গেল তাঁর কন্ঠে।

বিনোদন,বলিউড,টলিউড,অরিজিৎ সিং,Entertainment,Bollywood,Tollywood,Arijit Singh

ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখ কলকতার অ্যাকোয়াটিকায় লাইফ কনসার্টে উপস্থিত হয়েছিলেন জনপ্রিয় এই সংগীত শিল্পী অরিজিৎ সিং। আর এবার জানা যাচ্ছে, উত্তরবঙ্গে হতে চলেছে তাঁর কনসার্ট। আগামী মাসের ২ তারিখ শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উপস্থিত হবেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। সকলেরই আশা এই অনুষ্ঠানের ভিড় জমাবেন হাজারো ভক্তরা। গোটা উত্তরবঙ্গের মানুষ অরিজিৎকে দেখতে আসবেন বলেই আশাবাদী অনুষ্ঠানের আয়োজকরা।

Avatar

Additiya

X