পার্থ মান্নাঃ এমাসের শুরু থেকে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। অনেকেই ভেবেছিলেন হয়তো শীঘ্রই শীত পড়ে যাবে। কিন্তু পশ্চিমি ঝঞ্জা থেকে বঙ্গোপসাগরে তৈরী হওয়া ঘূর্ণাবর্তের জেরে বারেবারে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। এর ফলে শীত প্রবেশে আরও দেরি হচ্ছে। এরই মাঝে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত শক্তি বাড়তে শুরু করেছিল যার জেরে গতকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে কিছু জেলায়। আজ সপ্তাহের প্রথম দিনে কোথায় বৃষ্টি? বাড়ি থেকে বেরোনোর আগে দেখে নিন আজকের আবহাওয়ার খবর।
আজকের আবহাওয়া
বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমে থাকা ঘূর্ণাবর্ত আজকেই নিম্নচাপে পরিণত হবে। এরপর সেটা তামিলনাড়ু বা শ্রীলঙ্কার দিকে এগিয়ে যাবে বলে জানাচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তাই কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। আজ শুষ্ক আবহাওয়া বজায় থাকবে কলকাতায়। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৫% থেকে ৭৭% এর মধ্যে ঘোরাফেরা করবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আকাশে হালকা মেঘের সঞ্চার হতে পারে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন অর্থাৎ ১৫ তারিখ পর্যন্ত আবহাওয়া এমনই থাকবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরব্যঙ্গের বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকছে সোমবারে। তবে দার্জিলিং ও কালিম্পঙ এই দুই জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ শুরু হয়ে গেলেও পাহাড়ের তাপমাত্রা খুব একটা কমেনি। তবে ১৫ তারিখের পর তাপমাত্রা কমতে পারে বলে মনে করা হচ্ছে।
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের আবহাওয়া একই রকম থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের দার্জিলিং ও কালিম্পঙ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই মোটামুটি শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের শেষে তাপমাত্রার পারদ পড়তে শুরু করবে।