পার্থ মান্নাঃ বর্তমানে পশ্চিমবগের আবহাওয়া সম্পর্কে বলতে গেলে অনেকেই হয়তো বলবেন শীত শীত ভাব কিন্তু শীতের অভাব! কেন? কারণ ক্যালেন্ডার অনুযায়ী ঠান্ডা পড়ে যাওয়ার কথা থাকলেও বাস্তবে তেমনটা হয়নি। রাতের দিকে কিংবা ভোরের বেলায় হালকা ঠান্ডা অনুভব হলেও সেভাবে শীত পড়েনি বঙ্গে। তবে এরই মাঝে বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হওয়ার জেরে নতুন করে বৃষ্টির আশঙ্কা তৈরী হয়েছে কিছু জেলায়। তাই আজ প্রতিবেদনে দেখে নিন শুক্রবার অর্থাৎ আগামীকাল কেমন থাকবে আবহওয়া?
আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থটা ৮ই নভেম্বর শুক্রবার কলকাতার আকাশ মূলত পরিষ্কারই থাকবে। মাঝে বেলার বাড়লে বা বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে কিছু মেঘের দেখা মিললেও সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন ২৩ ডিগ্রির আশেপাশে থাকবে বলে মনে করা হচ্ছে।
দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া
৮ই নভেম্বর শুক্রবার আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া বাকি জেলা যেমন কলকাতা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় কোনো বৃষ্টির চান্স নেই। এমনকি আগামী বেশ কিছুদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে।
উত্তরবঙ্গের আগামীকালের আবহাওয়া
বিগত কয়েকদিনে যাবৎ উত্তরবঙ্গের হালকা বৃষ্টিপাতের পর আবহাওয়ার বদল লক্ষ করা গিয়েছে। আজকের মত আগামীকাল অর্থাৎ শুক্রবারেও পাহাড়ের আবহাওয়া শুষ্ক থাকবে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে দক্ষিণের মত উত্তরেও তাপমাত্রা খুব একটা কমছে না। নভেম্বর মাস পেরিয়ে ডিসেম্বর মাস পড়লে উষ্ণতার পারদ নামবে ও শীতের অনুভূতি টের পাওয়া যাবে।