Set Top Box

লাগবে না সেট টপ বক্স, ফ্রিতেই দেখা যাবে ২০০ চ্যানেল! নতুন পদক্ষেপ সরকারের

ছোটবেলা গুলো বেশ ভালোই ছিল আমাদের। টিভিতে চ্যানেল না আসলেই ছাদে উঠে ঘুরিয়ে নেওয়া হত অ্যান্টেনা (Antena)। খানিক্ষন ঝির ঝির করার পরেই চলে আসত চ্যানেল। কিন্তু এই সবই এখন অতীত। সেট টপ বক্স (Set Top Box) এবং ডিসের(Dish) রমরমায় হারিয়েছে ছেলেবেলা। এখন যতগুলি চ্যানেল দেখার ইচ্ছে ঠিক সেভাবেই গুনে দিতে হয় মাসিক টাকা।

তবে এবার পুরনো সেই ছোটবেলা ফিরিয়ে দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। টিভি দেখতে আর পোহাতে হবে না ঝামেলা। লাগবেনা একগাদা তার। কারণ এবার সময় এসে গেছে সেট টপ বক্সকে বাই বাই বলার। সম্প্রতি এমনি আভাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। জানা যাচ্ছে, এবার থেকে ফ্রি-তেই দেখা যাবে প্রায় ২০০ টি চ্যানেল।

জানা যাচ্ছে, টেলিভিশনে বিল্ট-ইন স্যাটেলাইট টিউনার থাকলে আর আলাদা করে লাগাতে হবে না সেট টপ বক্স। যদিও এই বিষয় এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলেই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। জানা যাচ্ছে, এই বিষয়ে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে একটি চিঠিও লিখেছেন তিনি।

Dish Tv

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, ‘আমি অনেক আগেই বলেছিলাম টেলিভশন নির্মাতাদের সঙ্গে কথা বলে বিল্ট-ইন স্যাটেলাইট টিউনার লাগানোর ব্যবস্থা করতে হবে। যদি তারা রাজি হয়ে যায় তাহলে খুব সহজেই সেট টপ বক্স ছাড়াই ২০০ টি চ্যানেল দেখতে পাবেন সাধারণ মানুষ’।

Antena

তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, ফ্রি ডিশ গ্রাহকের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে ভারতে। ২০১৫ সালে এই সংখ্যাটি ছিল ২ কোটি। বর্তমানে তা দাঁড়িয়েছে ৪.৩ কোটিতে। মন্ত্রীর দাবি, ফ্রি ডিসে বেড়েছে বিনোদন মূলক চ্যানেলের সংখ্যা। আর সে কারণেই সাধারণ মানুষ বেশি পছন্দ করছেন ফ্রি ডিশ।

Avatar

Additiya

X