Nokia Phone

anita

Nokia Phone: Nokia-র ফিচার ফোনে ৪জি কানেক্টিভিটি! ২৫ বছর পর ফিরে এল পুরানো ফোন

নিউজ শর্ট ডেস্ক: ২৫ বছর আগে লঞ্চ হওয়া আইকনিক নোকিয়া ৩২১০ (Nokia 3210) ফোনকেইএকগুচ্ছ নতুন ফিচার্সের সাথে নতুন রূপে লঞ্চ করলো নোকিয়া। নোকিয়ার এই ফিচার ফোনটিতে ফোরজি নেটওয়ার্ক (4g Network),কিংবা ইউটিউব শর্টসের (Youtube Shorts) মত ফিচার্স উপলব্ধ রয়েছে।

   

শুধু তাই নয় এই ফোনটির লুকেও বিরাট বদল আনা হয়েছে। সম্প্রতি নোকিয়ার তরফ থেকে ৪জি কানেক্টিভিটি সাপোর্টেড এবং ইউটিউব শর্টসের ফিচার সম্পন্ন তিন-তিনটি  স্মার্ট ফোন লঞ্চ করা হয়েছে। নোকিয়ার এই নতুন ফিচার ফোনগুলি হলো, নোকিয়া ২১৫, নোকিয়া ২২৫ আর নোকিয়া ২৩৫।

আসুন জানা যাক নোকিয়ার সব থেকে বেশি বিক্রি হওয়া ফোন নোকিয়া ৩২১০ -২০২৪ এর সমস্ত ফিচার সম্পর্কে। নোকিয়ার এই ৩২১০ মোবাইলটি কোম্পানির তরফ থেকে এর আগে সেই ১৯৯৯ সালে লঞ্চ করা হয়েছিল। দেখতে দেখতে এই ফোনের বয়স এখন ২৫ বছর পেরিয়ে গিয়েছে।

নোকিয়া,Nokia,এইচএমডি গ্লোবাল,HMD Global,৪জি ফিচার ফোন,4G Feature Phone,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এত বছর পর এবার এই মোবাইলটিকেই HMD (Human Mobile Device) সম্পূর্ণ নতুন রূপে লঞ্চ করেছে। নোকিয়ার এই ৪জি ফিচার ফোনে তিনটি কালার অপশন রয়েছে। এই কালার গুলি হল Y2K Gold, Grunge Black আর Scuba Blue। এগুলির দাম প্রায় ৮০০০ টাকা।

আরও পড়ুন: BSNL-র মাস্টার স্ট্রোক! দেশজুড়ে আসছে আত্মনির্ভর ৪জি পরিষেবা, ঘুম উড়ালো Airtel-Jio-র

নোকিয়া ৩২১০-২০২৪ এর ফিচার্স

নোকিয়ার এই মোবাইলে ২.৪ ইঞ্চির QVGA ডিসপ্লে পাওয়া যাবে। এছাড়া এই ফোনে Unisoc T107 প্রসেসর  কাজ করে থাকে।  এই মোবাইলেই  ৬৪ এমবি RAM এবং ১২৮ এমবি ইন্টারনাল স্টোরেজের সাপোর্ট পাওয়া যায়। যাতে এসডি কার্ডের সাহায্যে ৩২ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যেতে পারে। নোকিয়ার এই ফোনটি S30+ অপারেটিং সিস্টেমে কাজ করে। এতে ইউএসবি টাইপ সি চার্জিং বৈশিষ্ট্য সহ একটি ১৪৫০mAh ব্যাটারি রয়েছে।

নোকিয়া,Nokia,এইচএমডি গ্লোবাল,HMD Global,৪জি ফিচার ফোন,4G Feature Phone,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

কোম্পানির তরফে দাবি করা হয়েছে এই ফোনটি ফুল চার্জ হতে সময় লাগে ৯.৮ ঘন্টা। এই স্মার্টফোনটি ডুয়াল 4G সিম কার্ড সাপোর্টেড। এতে ব্লুটুথ  5.0, 3.5mm অডিও জ্যাকের মতো বৈশিষ্ট্য রয়েছে। এই আইকনিক 4G ফিচার ফোনটিতে  2MP রিয়ার ক্যামেরা আছে এছাড়াও এই ফোনের পিছনে রয়েছে LED ফ্ল্যাশ লাইট। শুধু তাই নয় এই মোবাইলেই রয়েছে FM রেডিও, MP3 প্লেয়ার সহ ক্লাউড অ্যাপ।

নোকিয়া ২২০ ফোর জি ফোন 

এছাড়াও নোকিয়ার তরফে আরও  একটি ফোরজি ফিচার ফোন লঞ্চ করা হয়েছে। এই মোবাইলে নোকিয়া ৩২১০ (২০২৪) -এর সমস্ত ফিচার রয়েছে। এই ফোনে ২.৮ ইঞ্চি QVGA ডিসপ্লে রয়েছে। তবে এই ফোনের পিছনে কোনো ব্যাক ক্যামেরা দেওয়া হয়নি। নোকিয়ার এই ফোনগুলি এখনও ভারতে আসেনি।  তবে খুব তাড়াতাড়ি এই ফোন ভারতের বাজারেও  আসবে বলে জানা যাচ্ছে।