নিউজশর্ট ডেস্কঃ ভ্রমণ প্রিয় বাঙালিরা সর্বদাই ঘুরতে ভালোবাসেন। বিশেষত এই উৎসবের মরশুমে একঘেয়েমিতা কাটাতে অনেকেই বেরিয়ে পড়েছেন ঘুরতে। আর বাঙালির ঘোরার এই প্রিয় ডেস্টিনেশন হল দিপুদা অর্থাৎ দিঘা, পুরী(Puri) ও দার্জিলিং। আর এই তিন জায়গাতেই পুজোর মরশুমে উপচে পড়ে ভিড়। আর এই হোটেল থেকে ট্রেন এই সবেতেই এখন বুকিং প্রায় শেষের দিকে।
আর এই হোটেলের চাহিদা যতই বাড়ছে, ততই ভাড়া বাড়ছে হোটেলগুলির। স্বাভাবিকভাবেই পর্যটকদের চাহিদার জন্য এই ভাড়া বৃদ্ধি হয়েছে। আর আজকের এই পরিস্থিতিতেই আমরা খোঁজ দেব এমন সরকারি হোটেলের, যেখানে আপনি লাক্সারি ভাবেই থাকতে পারবেন মাত্র ১৩০০ টাকায়। উড়িষ্যা ট্যুরিজমের ওয়েবসাইট থেকে এই ধরনের বিভিন্ন হোটেল, লাক্সারি ক্যাম্প, ওয়ো রুমের খোঁজ পাওয়া যায়। এক্ষেত্রে যেমন ব্যয়বহুল থাকার জায়গা রয়েছে ঠিক সেই রকমই আবার ন্যূনতম খরচেও ভালো ভালো থাকার জায়গার বন্দোবস্ত রয়েছে।
এক কথায় বিশেষ এই হোটেলগুলি হল সস্তায় পুষ্টিকর। এই হোটেলগুলির মধ্যে প্রথমেই আসে নেচার ক্যাম্প, এখানে রাত পিছু খরচ হয় ৪৯৫২ টাকা। এরপরই সাতকোশিয়াতে থাকার খরচ ৬১৯০ টাকা। এছাড়াও আরও সস্তায় রয়েছে পান্থ নিবাস। ১লা অক্টোবর থেকে আগামী ৩০শে জুন পর্যন্ত এই নিবাসের ভাড়া ইতিমধ্যেই নজর কেড়েছে সকলের।
এই পান্থ নিবাস সুইটে রাত কাটানোর ক্ষেত্রে রাত পিছু খরচ পড়বে ৪১০০ টাকা। এসি ডিলাক্স রুমের জন্য রাত পিছু খরচ পড়বে ৩১০০ টাকা। এসি রুমের জন্য খরচ পড়বে ২৩০০ টাকা এবং নন এসি রুমের জন্য খরচ পড়বে মাত্র ১৩০০ টাকা। এসি রুমে কমপ্লিমেন্টারি হিসেবে পাবেন বেড টি এবং ব্রেকফাস্ট। এছাড়াও আলাদা করে যদি কেউ খাট নিতে চান তাহলে ৪৫০ টাকা বাড়তি দিতে হবে।
এই সকল ভাড়ার পাশাপাশি লাগবে জিএসটি ও। এই সব পান্থ নিবাস বুক করা যাবে অনলাইনে। অনেকেই রয়েছেন যারা এই সকল বিষয়ে না জেনে বিভিন্ন সংস্থার মাধ্যমে হোটেল বুকিং করে মুখোমুখি হন লোকসানের। তাই এবারে ঘুরতে যাবার আগে অবশ্যই দেখে যান ওড়িশার এই ট্যুরিজম ওয়েবসাইট।