দার্জিলিং নয়, কম খরচে ঘুরে আসুন এই অজানা পাহাড়ি গ্রাম থেকে, শরীর এবং মন দুটোই হবে চাঙ্গা

নিউজশর্ট ডেস্কঃ : আপনি কি পাহাড়ে যেতে চাইছেন? প্রতিদিনের ব্যস্ততা কাটিয়ে পাহাড়ে যাওয়ার জন্য মনটা আনচান করছে! তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য। তবে এ কথা বলতে পারি এই প্রতিবেদন কিন্তু দার্জিলিং(Darjeeling) কিংবা কালিম্পং(Kalimpong) নিয়ে নয়। একটা অন্যরকম অজানা জায়গা। যেখানে একবার গেলে আর ফিরতে চাইবে না আপনার মন।

রোজকারের ব্যস্ত জীবনে কাজ করতে করতে আমরা সকলেই হাঁপিয়ে উঠি। তাই হাতে সামান্য সময় পেলেই ঘুরতে যাওয়ার জন্য মন কেমন যেন করে। অনেকেই সমুদ্রের বদলে পাহাড়ে ঘুরতে যেতে বেশি ভালোবাস ন। পাহাড়ের মনোরম পরিবেশ, নিরিবিলি জায়গায় পরিবার হোক কিংবা বিশেষ মানুষকে নিয়ে কোয়ালিটি টাইম কাটানোর সেরা জায়গা।

এই জায়গাটি দার্জিলিং থেকে খুব কাছেই। এই জায়গাটির নাম ফাজি। এটি দার্জিলিং জেলাতে টুং এর নিচে ও বেলটার এর কাছে অবস্থিত। এই পরিবেশে এলে পাহাড়ের পাশাপাশি খরস্রোতা নদী দেখে প্রেমে পড়ে যাবেন আপনি। চারিদিকে এত নিরিবিলি যে এর সৌন্দর্য আরো বেশি আপনার মনে ধরবে।

এই পাহাড়ি নদীটিকে ফাজি গ্রামের বাসিন্দারা বেলটার কা খোলা নামেও ডাকেন। ব্রিটিশ আমলের তৈরি ভারতবর্ষের অন্যতম পুরনো ও বৃহৎ পাওয়ার প্লান্ট রয়েছে এখানে। আপনি চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন।

কিভাবে যাবেন এই জায়গায়? এখানে আসতে হলে প্রথমে আপনাকে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি আসতে হবে। এরপর সেখানে এসে শেয়ার কবে বা গাড়ি রিজার্ভ করে ফাজিতে পৌঁছে যেতে পারবেন। সেখান থেকে আপনাকে টুং-এ  নামতে হবে। এরপর গাড়ি রিজার্ভ করে আপনি আপনার ফার্ম হাউসে চলে যেতে পারবেন।

Avatar

Papiya Paul

X