বলিউড,হলিউড,বিনোদন,নোরা ফতেহি,জেনিফার লোপেজ,শাকিরা,ফিফা বিশ্বকাপ,অ্যান্থেম,Bollywood,Entertainment,Hollywood,Nora Fatehi,Jenifer Lopez,Shakira,Fifa World Cup,Anthem

ভারতের মাথায় নতুন পালক, শাকিরার পর এবার ফিফা বিশ্বকাপে নাচে-গানে মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি

কাতারে ফুটবল বিশ্বকাপে ভারত। কী শুনে চমকে গেলেন তো ? কিন্তু এটাই সত্যি। তবে মাঠে নয়, মাঠের বাইরে দেখা যাবে বলিউডের নোরা ফাতহিকে। দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি। তবে শুধুই প্রতিনিধিত্বই নয়, তিনি এই বছরের ফিফার অ্যান্থেম গার্লও বটে। জেনিফার লোপেজ, শাকিরার পর ফুটবল বিশ্বকাপে গানে গানে উন্মাদনার পারদ চড়াবেন এই ভারতের তারকা।

খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। আর বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার তরফ থেকে খবর মিলেছে যে, শুধু ভারত নয়, গোটা দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিনিধি বলিউড ডিভা নোরা। ফিফা বিশ্বকাপ ২০২২-এ থিম গানের ভিডিয়োতে দেখা যাবে তাকে‌। নাচের সাথে দেবেন কণ্ঠও। হ্যাঁ তিনিই গাইবেন এইবছরের ফুটবল বিশ্বকাপের অ্যান্থেম।

এর আগে ব্যাপকভাবে সাড়া ফেলেছিল শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ কিংবা ‘লা লা লা’। এবার তাতেই আরো একটু পারদ চড়াবেন নোরা। সূত্রের খবর, উদ্বোধনী সঙ্গীত থেকে শেষ গান সবটা জুড়েই নাকি এই কানাডিয়ান বংশোদ্ভূত অভিনেত্রী। আর তাও আবার আমাদের ভারতীয় ভাষা হিন্দিতে। এই কাণ্ডও ফিফার ইতিহাসে এই প্রথম।

বলিউড,হলিউড,বিনোদন,নোরা ফতেহি,জেনিফার লোপেজ,শাকিরা,ফিফা বিশ্বকাপ,অ্যান্থেম,Bollywood,Entertainment,Hollywood,Nora Fatehi,Jenifer Lopez,Shakira,Fifa World Cup,Anthem

প্রসঙ্গত, এরআগে ফিফার দুই অ্যানথেম গার্ল শাকিরা এবং জেনিফার লোপেজের অ্যান্থেম গান তৈরি করেছিলো রেডওয়ান সংস্থা। জানা গিয়েছে বিশ্বকাপ শুরুর একমাস আগে ওই সংস্থাই নোরাকে নিয়ে অফিসিয়াল মিউজিক ভিডিও বানাবে। এরপর ২০ ডিসেম্বর ফাইনালের দিন স্টেডিয়ামে পারফর্ম করবেন নোরা এবং অনুষ্ঠান শেষও হবে তার পারফরমেন্স দিয়েই। এবং তাও নাকি বলিউড গানেই।

বলিউড,হলিউড,বিনোদন,নোরা ফতেহি,জেনিফার লোপেজ,শাকিরা,ফিফা বিশ্বকাপ,অ্যান্থেম,Bollywood,Entertainment,Hollywood,Nora Fatehi,Jenifer Lopez,Shakira,Fifa World Cup,Anthem

এ যে নোরার মাথায় নতুন পালক তা আর বলার অপেক্ষা রাখে না কিন্তু তার সাথে সাথে দেশের গৌরবও বটে। নিউ ইয়র্কের অভিনেত্রী-গায়িকা জেনিফার, কলম্বিয়ার তারকা শাকিরার সঙ্গে এক সারিতে চলে আসা কী কম বড়ো ব্যাপার। অবশ্য নাচে তিনি কতটা দক্ষ তা তার আইটেম সঙ্গ কিংবা মিউজিক ভিডিও দেখলেই বোঝা যায়।

বলিউড,হলিউড,বিনোদন,নোরা ফতেহি,জেনিফার লোপেজ,শাকিরা,ফিফা বিশ্বকাপ,অ্যান্থেম,Bollywood,Entertainment,Hollywood,Nora Fatehi,Jenifer Lopez,Shakira,Fifa World Cup,Anthemএখানে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে, নোরা যেহেতু কানাডিয়ান বংশোদ্ভূত তাহলে কি তাকে ভারতীয় হিসেবে ধরা হবে? হ্যাঁ, নোরার কর্মসংস্থান এবং বাসভূমি সবকিছুই যেহেতু ভারতে তাই তাকে সম্পূর্ণ ভারতীয় হিসেবেই গণ্য করা হয়। এবং ফিফা বিশ্বকাপে তিনি সম্পূর্ণ ভারতীয় হিসেবেই প্রতিনিধিত্ব করবেন। সত্যি বলতে বিশ্বের দরবারে আরও এক বার উজ্জ্বল হল দেশের নাম।

Avatar

Moumita

X