North Bengal Tour Offbeat Village Near Kalimpong Rishop

Partha

দীঘা-পুরী অতীত! মাত্র ১৫০০ টাকাতেই স্মরণীয় হবে ভ্রমণ, রইল সুন্দর এক অফবিট হিল স্টেশনের হদিশ

নিউজশর্ট ডেস্কঃ বাংলায় যে হরে গরম পড়তে শুরু করেছে তাতে বাঙালির গন্তব্য হয়ে দাঁড়িয়েছে উত্তরবঙ্গ (North Bengal)। দার্জিলিং, জলপাইগুড়ি থেকে সিকিমের পথে রোজই পাড়ি দিচ্ছে শয়ে শয়ে মানুষ। তবে ঘুরতে যাওয়ার আগে বাজেটটাও মাথায় রাখতে হবে। তাই আজ একেবারে সস্তায় উত্তরবঙ্গের এক সুন্দর অফবিট পাহাড়ি গ্রামের (Offbeat North Bengal) হদিশ দেব।

   

আসলে চেনা যে সমস্ত জায়গা সেখানে বর্তমানে ভিড় অত্যাধিক পরিমানে হয়ে গিয়েছে। এদিকে অনেকেই শহুরে ব্যস্ততা থেকে মুক্তি পেতে পাহাড়ে যান, তাঁরা খোঁজেন একটু কম ভিড় অফবিট জায়গা। এমনই একটা গ্রাম হল কালিম্পংয়ের রিশপ (Rishop)। এখানে ট্যুরিস্ট আনাগোনা শুরু হয়েছে ঠিকই, তবে সেই তুলনায় ভিড় অনেকটাই কম।

ডুরাসের পশ্চিমে রয়েছে রিশপ, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮৫০০ ফুট, তাই তীব্র গরমেও তাপমাত্রা এখানে বেশ মনোরম। যাত্রাপথের দুধারে পাইন,অর্কিড গাছের সারি সাথে মাঝে মধ্যেই রয়েছে ভিউ পয়েন্ট।

North Bengal Tourism Rishap

আরও পড়ুনঃ ১০০ টাকাই যথেষ্ট! ঘুরে আসুন শিলিগুড়ির এই ৩ জায়গা থেকে, মন ভালো হবে গ্যারেন্টি

কিভাবে রিশপ পৌঁছাবেন?

প্রথমেই আপনাকে হাওড়া বা শিয়ালদাহ থেকে নিউ জলপাইগুড়ি যায় এমন একটা ট্রেনে উঠে পড়ুন। এর জন্য স্লিপার কোচে খরচ পড়বে ৩৭০ টাকা মত। তারপর নিউ জলপাইগুড়ি নেমে সেখান থেকে প্রাইভেট গাড়ি কিংবা শেয়ার গাড়িতে কালিম্পংয়ের রাস্তা ধরে ১২০ কিমি গেলেই পৌঁছে যাবেন রিশপ। এই যাত্রাপথে আলাগড় থেকে বাকি রাস্তা দুর্দান্ত অ্যাডভেঞ্চারাস।

রিশপে গিয়ে কোথায় থাকবেন?

রিশপে ঘোরার আগেই যেটা ঠিক করে নিতে হবে সেটা হল থাকার জায়গা। এখানে থাকার জন্য হোটেল তো আছেই, রয়েছে হোমস্টেও। ১০০০ থেকে ১২০০ টাকাতেই থাকার ব্যবস্থা হয়ে যাবে। তবে অনেকেই হোমস্টেতে থাকতে বেশি পছন্দ করেন, কারণ যেমন সুন্দর ভিউ, তেমনই সুন্দর খাওয়া দাওয়া তো থাকেই। সাথে বাড়তি পাওনা হয় পাহাড়ি মানুষের আতিথেয়তা।