পার্থ মান্নাঃ বাঙালির ঘুরতে যাওয়া মানেই সবার আগে আসে দিঘা-পুরি-দার্জিলিং। আসলে একদিকে যেমন কম খরচে এই জায়গাগুলিতে ঘুরতে যাওয়া যেতে পারে তেমনি ঠিক মত ঘুরতে পারলে বাংলার অপরূপ সুন্দর প্রকৃতি দেখা যায় এই তিন জায়গাতেই। তবে আপনি কি একটু নিরিবিলিতে অফবিট জায়গায় যেতে চান? যেখানে কাঞ্চনজঙ্ঘার দেখাও যেমন মিলবে তেমনি স্নো-ফলের মজাও পাবেন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনারই জন্য।
দার্জিলিং ভ্রমণের সেরা ডেস্টিনেশন
বিশেষ করে যারা শীতকালে পাহাড় ঘুরতে ভালোবাসেন তাদের জন্য দার্জিলিং আলাদাই আকর্ষণীয় হতে পারে। অনেকেই দার্জিলিংয়ে ঘুটি কাটানো পাশাপাশি রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার প্ল্যান করেন। এর জন্য আপনাকে একটা ভালো জায়গা বেছে নিতেই হবে। যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার দেখাও মিলবে আবার বরফের হদিশও পাওয়া যাবে।
শীতের ছুটিতে ঘুরে আসুন সান্দাকফু
আপনার দার্জিলিং ভ্রমণকে যদি চির স্মরণীয় করে তুলতে চান তাহলে চলে আসতে পারেন সিঙ্গালিলা ন্যাশনাল পার্কে ঘেরা সান্দাকফুতে। এটা একদিকে যেমন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বলে মনে করা হয়, তেমনি কপাল ভালো থাকলে এখানে ন্যাশনাল পার্কে লাল পান্ডারও দেখা মিলতে পারে। বিশেষ করে ট্রেকিং করার ইচ্ছা থাকলে তো এখানে একবার আসতেই হবে।
চোখ খুললেই কাঞ্চনজঙ্ঘা
অবশ্য যদি পায়ে হেটে ট্রেকিং না করতে চান সেক্ষেত্রে হেরিটেজ ল্যান্ড রোভারে করেও গন্তব্যে পৌঁছে যেতে পারেন। এরপর পাহাড়ে কোলে কোনো এক হোমস্টেতে থাকলে ভোরের সূর্য উঠলে চোখ খুললেই দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা, আর যদি শীতের সময় যান তাহলে চারিদিকে সাদা বরফের মেলায় দেখা যাবে। এককথায় পারফেক্ট হলিডে ডেস্টিনেশন বোধহয় এটাকেই বলে।
আর কি ভাবছেন? কালীপুজো থেকে দীপাবলি কিংবা ছটপুজোর সময় ছুটিতে মন চাইলে ঘুরেই আসুন উত্তরবঙ্গ। একদিকে যেমন সুন্দর প্রকৃতি আর হিমেল হাওয়া উপভোগ করতে পারবেন তেমনি হোটেলের জানলা থেকে দেখা ‘ঘুমন্ত বুদ্ধ’ বা কাঞ্চনজঙ্ঘা চিরকাল স্মৃতি হয়ে রয়ে যাবে।