North Kolkata Santosh Mitra Square is preaparing for multi dimensional 11d Durga Puja Pandal

লন্ডন অতীত, এবার পুজোয় দুয়ারে ‘লস ভেগাস’! ’11D Sphere’ থিম প্যান্ডেল বানাচ্ছে এই পুজো কমিটি

নিউজশর্ট ডেস্কঃ রথের রশিতে টান পড়া মানেই দুর্গাপুজোর (Durgapuja) কাউন্টডাউন শুরু। আর হাতে গোনা মাত্র ৭৯ দিন বাকি। চলতি বছরে ৯ অক্টোবর পালিত হবে মহাষষ্ঠী। এই পরিস্থিতিতে সব পুজো প্যান্ডেলেই শুরু হয়েছে মণ্ডপ বাঁধার কাজ। এরই মাঝে বড় চমক নিয়ে হাজির সন্তোষ মিত্র স্কোয়ার। ইতিমধ্যে, মণ্ডপকে আরও আকর্ষণীয় করে তুলতে খুঁটিপুজোর মধ্যে দিয়ে শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতিপর্ব।

গত বছর যেখানে রাম মন্দিরের আদলে মণ্ডপ গোটা দেশে ঝড় তুলেছিল সেখানে এবারের থিম (Durgapuja Theme) কী হবে তা নিয়ে কৌতুহল ছিল অনেকের মধ্যেই। তবে এক ভিডিয়ো প্রকাশ করে সেই প্রশ্নের জবাব দিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটি। জানিয়েছে, এবারে তাদের পুজোর থিম মার্কিন যুক্তরাষ্ট্রেরে লাস ভেগাস শহরের বিখ্যাত আলোর গোলক বা স্ফিয়ার।

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজোর ভাবনা কি?

সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর থিম ‘দ্য স্ফিয়ার’ বা গোলক। বিশাল এই গোলকের গায়ে দেখা যাবে নানা রকম ছবি ও আলোর খেলা। আর ভিতরে দেখা যাবে সায়েন্স সিটির স্পেস ওডেসির মতো 11D চলচ্চিত্র। সেখানে দুর্গার কাহিনী ও মহিমা নিয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হবে বলে জানানো হয়েছে।

Kolkata Santosh Mitra Square Durgapuja Theme

সন্তোষ মিত্র স্কোয়ারের সোশ্যাল মিডিয়া পেজে ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়েছে, ‘যেখানে তোমাদের ভাবনা শেষ। সেখানে আমাদের ভাবনা শুরু। দেখাবে লেবুতলা চমকাবে বাংলা।’ অর্থাৎ এবছর দুর্গাপুজোয় যে বাঙালি এক দুর্দান্ত থিম প্যান্ডেল দেখতে পাবে সেটা বলাই যায়।

আরও পড়ুনঃ ১০০ বছরে এই প্রথম, মহালয়াতে বিরল যোগ! জানুন এবছর কিভাবে হবে তর্পণ?

প্রসঙ্গত, মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর জনপ্রিয়তায় গত কয়েক বছরে ভাটা পড়েছে দক্ষিণের জনপ্লাবনে। গত বছর রাম মন্দিরের আদলে তৈরি মণ্ডপের উদ্বোধন করেছিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মহালয়া থেকে বিসর্জন পর্যন্ত সেই মণ্ডপ দেখতে তিল ধারণের জায়গায় ছিল না। ভিড় সামলাতে হিমসিম খেতে হয়েছে পুলিশকে। উঠেছে বৈষম্যের অভিযোগও। কারণ, এই পুজোর প্রধান উদ্যোক্তা বিজেপি নেতা সজল ঘোষ। তবে এবার আলোর গোলক বা স্ফিয়ার-কে ঘিরেও যে উদ্দীপনা থাকবে, তা বলাই বাহুল্য।

Avatar

Koushik Dutta

X