Arijit

সরকারকে সাহায্য করতে প্রতিদিন ২ লিটার মূত্র দিতে হবে কৃষকদের

তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে উত্তর কোরিয়ায়। যার জেরে বেশিরভাগ মানুষকে কার্যত একবেলা খেয়ে দিন যাপন করতে হচ্ছে। এই মুহূর্তে করোনা পরিস্থিতির কারণে সমস্ত আন্তর্জাতিক সীমানা বন্ধ হয়ে গিয়েছে, যার কারণে উত্তর কোরিয়ার আমদানি কমে গিয়েছে। আর তাই জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে চলেছে। এই মুহূর্তে উত্তর কোরিয়ায় এক প্যাকেট কফির দাম 5167 টাকা, এক কেজি কলার দাম 3336 টাকা। করোনার কারণে যেহেতু বিদেশ থেকে কীটনাশক আমদানিও বন্ধ হয়ে গিয়েছে। তাই কৃষির উন্নতি ঘটানোর জন্য কৃষকদের প্রতিদিন জমিতে দুলিটার মূত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছে কিম জং সরকার।