নিউজশর্ট ডেস্কঃ Not Darjeeling New Offbeat Location In Kurseong: একটু ছুটি পেলেই ঘুরতে যাওয়ার জন্য মন কেমন করে বাঙালির। তখন মনে হয় বাড়িতে বসে সময় কাটানোর থেকে এই কটা দিন দূরে কোথাও নিরিবিলিতে সময় কাটালে ভালো হয়। আর পাহাড়ে ছুটি কাটাতে কার না ভালো লাগে! তবে বারবার এক জায়গায় গিয়ে বোরিং হয়ে গেছেন ভ্রমণ পিপাসু বাঙালীরা। তাই নিত্যনতুন জায়গার খোঁজ করেন তারা।
শুধু বাঙালি নয় যেকোনো ভ্রমণ পিপাসু পর্যটক ঘুরতে যাওয়ার জন্য একটু সময় পেলেই হল। তাই আজকের এই প্রতিবেদনে আপনাদের জন্য একটি নতুন অচেনা অজানা অফবিট লোকেশনের(Offbeat Location) খোঁজ নিয়ে চলে এসেছি আমরা। যেখানে বসে আপনি মনোরম পরিবেশ উপভোগ করার সাথে সাথে কাজ করতে পারবেন। একেবারে ওয়ার্ক ফর্ম মাউন্টেন ফিলিং চলে আসবে। এই জায়গাটি কার্শিয়াং-এর(Kurseong) কাছে অবস্থিত। জায়গাটির নাম ‘বারবুং'(Barbung)।
করোনা পরবর্তীকালে উত্তরবঙ্গে বেশ কিছু এরকম অফবিট লোকেশনের হদিস পাওয়া গিয়েছে। ধীরে ধীরে এখন বেশ কিছু পর্যটক ভিড় জমাচ্ছেন এইসব জায়গাতে। এখানে থাকার জন্য একটি বিশাল রেসর্ট পেয়ে যাবেন। ডিলাক্স,প্রিমিয়াম ডিলাক্স সমস্ত কিছুই বিলাসিতার সুযোগ রয়েছে এই রিসোর্টে। কলকাতার মতোই বিলাসিতার সুযোগ পেলে একটাই পার্থক্য এই জায়গা থেকে আপনি জানলার পর্দা সরালে চারিদিকে কেবল পাহাড় এবং নিস্তব্ধ পরিবেশ উপলব্ধি করতে পারবেন।
কলকাতা শহরে হোটেলে বসে জানলার পর্দা সরালে তো শুধু শহরের কোলাহল, গাড়ির হর্নের আওয়াজ পাবেন। এখানে এসে আপনি বারান্দায় বসেও প্রকৃতির অসাধারণ সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন। পরিবেশের ভিউ দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে। অফিসের কোন গুরুত্বপূর্ণ মিটিং করার যদি ইচ্ছে থাকে তাহলে আপনার এমপ্লয়িদের নিয়ে ছুটি কাটানোর পাশাপাশি মিটিংটা এখানে সেরে নিতে পারেন।
এখানে দিনের বেলার সৌন্দর্যের সঙ্গে রাতের বেলার সৌন্দর্যের বিস্তার ফারাক। রাতের বেলা আকাশে অসংখ্য তারা দেখে মনে হবে যেন আপনার জানলার পাশে এসে রয়েছে। এখানে রাতে ঝিঁঝিঁ পোকার ডাক শুনতে পাবেন। এই রিসোর্টে খাওয়া-দাওয়ার জন্য এলাহী বন্দোবস্তের ব্যবস্থা করা হয়।
কিভাবে যাবেন?
শিলিগুড়ি থেকে যে কোন গাড়ি করে এখানে চলে আসতে পারেন। খরচ আপনার বাজেটের মধ্যেই থাকবে।এবার পুজোতে আর শুধু দার্জিলিং নয় বরং এই অফবিট লোকেশনে একবার ঘুরে আসতে পারেন।