আর এক দার্জিলিং নয়, পুজোর ছুটিতে চলে যান চারিদিকে পাহাড় ঘেরা এই অজানা জায়গায়, মিলবে শান্তি

নিউজশর্ট ডেস্কঃ New Offbeat Loacation In Kalimpong: বাঙালীদের কাছে দু থেকে তিন দিনের ছুটি মানে হাতের মুঠোয় চাঁদ পেয়ে যাওয়ার সমান। এই সময় আর বাড়ি বসে সময় কাটাতে ভালো লাগে না তাদের। তাই নিত্যনতুন জায়গা এক্সপ্লোর করার জন্যই বেরিয়ে পড়েন বর্তমানে বাঙালি তরুণ প্রজন্মরা। একঘেয়ে দীঘা, পুরী কিংবা দার্জিলিং(Darjeeling) তাদের পছন্দ নয়, এক্কেবারে আনকোরা অফবিট লোকেশনে(Offbeat Location) বন্ধুবান্ধব বা প্রিয়জনদের সাথে এই ছুটির কটা দিন নিরিবিলিতে সময় কাটাতে ভালোবাসেন তারা।

পাহাড়ের আঁকাবাঁকা পথ পেরিয়ে নতুন নতুন জায়গার খোঁজ করার মধ্যে যেন এক আলাদা আনন্দ কাজ করে। তাই এই রকম অফবিট লোকেশনের খোঁজে যে পর্যটকেরা রয়েছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদন। একদম নতুন একটি জায়গার খোঁজ দিতে চলেছি আমরা। এই জায়গাটির নাম সিলেরি গাঁও(Sillery Gaon)। সামনের এই পুজোর ছুটিতে ঘুরে আসতে পারেন এই অজানা গ্রাম থেকে।

কালিম্পং জেলার ৬০০০ ফিট উঁচুতে অবস্থিত এই অজানা গ্রাম। এখানে এর সব থেকে বেশি আকর্ষণীয় জায়গা হল আপনি আপনার হোমস্টের ব্যালকনিতে দাঁড়িয়েই ভোরবেলা কাঞ্চনজঙ্ঘা দর্শন করতে পারবেন। একেবারেই শেষশুভ্র এই  কাঞ্চনজঙ্ঘাকে দেখলে মন মুগ্ধ হয়ে যাবে আপনার। আর যদি আরো ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা দর্শন করতে চান এবং এর পাশাপাশি তিস্তা নদীর গতিপথ দেখতে চান তাহলে আধঘন্টা হেঁটে রামিতে ভিউ পয়েন্টে চলে যাবেন।

কিভাবে যাবেন?
এন জে পি থেকে গাড়ি বুক করে আপনি পৌঁছে যেতে পারেন সিলেরি গাঁও। আবার কালিম্পং হয়েও এই জায়গাতে আসতে পারেন। শেয়ার করা গাড়িতে গেলে আপনার খরচ অনেকটা কম হবে। তবে এখানে রাস্তা কিন্তু একদমই খারাপ। তাই নিজের শারীরিক সুস্থতার জন্য পর্যাপ্ত ব্যবস্থা অবশ্যই নিয়ে যাবেন।

কোথায় থাকবেন?
এখানে থাকার জন্য প্রচুর হোমস্টে রয়ে গেছে। মাত্র ১৫০০ থেকে ২০০০ টাকার মধ্যে এখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে। তাই আর দেরি না করে পুজোয় ঘুরতে যাওয়ার প্ল্যান সেরে ফেলুন।

Papiya Paul

X