ভারত প্রথম নয়, এর আগেও বদলেছে দেশের নাম! তালিকায় কোন কোন প্রতিবেশী দেশ জানেন?

নিউজশর্ট ডেস্কঃ Not Only India Also These Countries Name Changed: দেশের নাম ঠিক কি হবে, Bharat নাকি INDIA! বিগত কয়েকদিন ধরেই এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আর এই বিতর্কের শুরু হয় G20 সামিটকে ঘিরে। এর কারণ হলো এই অনুষ্ঠানে আসার জন্য দেশের রাষ্ট্রপ্রতির আমন্ত্রণ পত্রে লেখা হয়েছে প্রেসিডেন্ট অফ ভারত(President Of Bharat)। এর আগে আমন্ত্রণ পত্রে লেখা থাকতো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া(President Of India)। এছাড়াও ওই সম্মেলনে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী যেখানে বসেছিলেন, সেই নেমপ্লেটে লেখা হয়েছিল BHARAT

ভারতের সংবিধানে দুটি নামেরই উল্লেখ রয়েছে। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে ভারত নামটি ব্যবহার করার জন্য বিতর্ক তুঙ্গে। আবার বিরোধীদের তরফ থেকে দাবি করা হয়েছে, তারা যেহেতু তাদের জোটের নাম রেখেছেন I.N.D.I.A, তাই ভারত সরকার এই মুহূর্তে ইন্ডিয়া নাম বদলে কেবলমাত্র ভারত নামটি ব্যবহার করতে চাইছেন। এই নিয়ে অনেকেই নানা রকমের মন্তব্য করেছেন। কেউ কেউ এই সিদ্ধান্তকে স্বীকৃতি দিলেও অনেকেই এই সিদ্ধান্তকে একেবারে নাকচ করেছেন।

তবে দেশের নাম এরকম পরিবর্তনের  এই ঘটনা কিন্তু ভারতে প্রথম নয়, বিশ্বের একাধিক দেশ রয়েছে যেগুলোর নাম পরিবর্তন করা হয়েছে। ভারতের বহু প্রতিবেশী দেশের নাম পরিবর্তন হয়েছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কোন কোন দেশের নাম পরিবর্তন করা হয়েছিল।

১) শ্রীলঙ্কা – প্রথমে এই দেশের নাম শ্রীলংকা ছিল না। আগের নাম ছিল শিলন। ১৯৭২ সালে শিলন থেকে জায়গাটির নাম করা হয় শ্রীলংকা। এই দেশের জাতীয় ভাষা সিংহলিকে সম্মান প্রদর্শনের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শুধু তাই নয়, ব্রিটিশদের সাপকে পুরোপুরি মুছে ফেলার জন্যেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

২) মায়ানমার – দক্ষিণ-পূর্ব এশিয়ার ছোট্ট এই দেশটির আগে নাম মায়ানমার ছিল না। আগের নাম ছিল বার্মা। এরপর ১৯৮৯ সালে বার্মা থেকে দেশের নাম পরিবর্তন করে মায়ানমার রাখা হয়। এই দেশের নাম পরিবর্তনের ক্ষেত্রেও অনেক বিতর্ক হয়েছিল।

৩) কঙ্গোর – এই দেশের আগের নাম ছিল জাইরা। ১৯৭৭ সালের পর দেশের নাম পরিবর্তন করে রাখা হয় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। এই দেশের নাম পরিবর্তনের ক্ষেত্রেও অনেক সমস্যা তৈরি হয়েছিল। কিন্তু সেখানকার সরকার বদল হতেই দেশের নাম পরিবর্তন করা হয়।

৪) থাইল্যান্ড – এই জনপ্রিয় জায়গাটির আগের নাম ছিল সিয়াম। পরে এর নাম রাখা হয় থাইল্যান্ড। এই কথাটির অর্থ হল ল্যান্ড অফ দা ফ্রী অর্থাৎ মুক্তির দেশ।

৫) বাংলাদেশ – ভারতের একদম কাছের এই প্রতিবেশী দেশের আগের নাম ছিল পূর্ব পাকিস্তান। এরপর মুক্তিযুদ্ধের পরেই বাংলাদেশ যখন একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় সেই সময় নাম পরিবর্তন করে বাংলাদেশ রাখা হয়।

৬) ইরান – এই দেশের আগের নাম ছিল পারস্য বা পার্শিয়া। ১৯৩৫ সালে নতুন রাজা আসার পর এই নাম পরিবর্তন করে ইরান রাখা হয়।

৭) এছাড়া কম্বোডিয়ার আগের নাম ছিল কম্পুসিয়া। নেদারল্যান্ডসের আগের নাম ছিল হল্যান্ড। চেগোস্লোভাকিয়া দু’ভাগে ভাগ হয়ে যাওয়ার পর একটি ভাগে নাম হয় রিপাবলিক অফ চেক আর অন্য ভাগে না হয় স্লোভাকিয়া। এগুলি ছাড়াও বিশ্বের বহু এমন দেশ রয়েছে যেগুলোর নাম পরিবর্তন করা হয়েছিল।

Avatar

Papiya Paul

X