নিউজশর্ট ডেস্ক: বহু মানুষ বিভিন্ন জায়গায় ঘুরতে যাবার জন্য আগে থেকেই বিভিন্ন হোটেল বুক করে থাকেন। কিংবা সেই লোকেশানে গিয়ে হোটেল বুক করেন। সেক্ষেত্রে ২৪ ঘন্টা অনুযায়ী রুম বুক করা হয়। তবে অনেক সময় ২৪ ঘন্টার পরিবর্তে মানুষ অল্প কয়েক ঘন্টা বিশ্রাম নেওয়ার জন্য কিংবা ফ্রেশ হওয়ার জন্য হোটেল নিতে হয়। কিন্তু তবুও সারাদিনের জন্যই ভাড়া দিতে হয়।
তবে এবার বাজারে এমন একটি অ্যাপ পাওয়া যাচ্ছে যার মাধ্যমে আপনি মাত্র কয়েক ঘন্টার জন্য একটি রুম ভাড়া নিতে পারবেন। বহু মানুষই কোথাও ঘুরতে গেলে Oyo র(Oyo Hotel) মাধ্যমে রুম বুক করে নেন। তবে এবার মার্কেটে কয়েক ঘন্টা পরিষেবা পাওয়ার জন্য আওয়ারলি রুম নামে একটি অ্যাপ এসেছে। এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা ৩ ঘন্টা, ৬ ঘন্টা, ৯ ঘন্টা বা ১২ ঘণ্টার জন্য রুম বুক করতে পারেন।
এই অ্যাপটি ছাড়াও এই প্লাটফর্মটি একটু ওয়েবসাইটের আকারেও পাওয়া যায়। এই অ্যাপটি ২০২০ সালের ২৫ শে সেপ্টেম্বর তৈরি করা হয়েছিল। এর প্রতিষ্ঠাতা হলেন উমেশ প্যাটেল। এই প্লাটফর্মটি অর্থনৈতিক বাজেট এবং প্রিমিয়াম বাজের দুটো ভাগে হোটেল নির্বাচন করার সুযোগ দিচ্ছে। এর সাথেই কাপাল ফ্রেন্ডলি কিংবা আড্ডার সুযোগ অনুযায়ী ফিল্টার নির্বাচন করতে পারবেন।
আরও পড়ুন: মাসে ৩০০ টাকা জমিয়ে পেয়ে যাবেন ১ কোটি! এই প্ল্যানে বিনিয়োগ করলেই মিলবে সুযোগ
গতকাল অর্থাৎ ১৪ই ফেব্রুয়ারি হিসেবে তিন ঘন্টার জন্য দিল্লিতে এই অ্যাপের মাধ্যমে রুম বুক করলে খরচ শুরু হচ্ছে ৬০০ টাকা থেকে। আপনি চাইলে আরও দামি ও লাক্সারি রুম ভাড়া নিতে পারেন। এখানে অ্যাপের মধ্যে কতজন থাকবেন সেই সমস্ত বিকল্প পেয়ে যাবেন।
তবে এই কোম্পানি এখন সারা ভারত জুড়ে এই পরিষেবা প্রদান করছে না। ভারতবর্ষের ১০০ টিরও বেশি শহরে এই পরিষেবা পাওয়া যায়। যার মধ্যে জনপ্রিয় কিছু শহর হল মুম্বাই থানে নাসিক দিল্লি রায়পুর আগ্রা, রাজস্থান পুনে এবং মানালি।