নিউজশর্ট ডেস্কঃ বহু মানুষের কাছে স্বপ্নের ডেস্টিনেশন হলো সুইজারল্যান্ড(Switzerland)। এখানের খরচ শুনে অনেকেই পিছিয়ে আসেন। এমনকি নিজেদের স্বপ্নকেও পূরণ করতে পারেন না। কিন্তু ভারতের মধ্যে যে ‘মিনি সুইজারল্যান্ড'(Mini Switzerland) রয়েছে তা কি আপনি জানেন? একটা নয়, পাঁচটি সুইজারল্যান্ডের অস্তিত্ব দেখতে পাবেন এই ভারতেই। আর এইসব জায়গায় একবার গেলে আপনার মনে হবে আপনি যেন সুইজারল্যান্ডে চলে এসেছেন।
দেশের কোন কোন জায়গায় গেলে আপনার সুইজারল্যান্ডের মত ফিলিংস আসবে। আজকে এই প্রতিবেদনে এই লোকেশনগুলো সম্পর্কে জানাবো। আপনি একবার গেলে আপনার মন মুগ্ধ হয়ে যাবে।
১) খাজ্জিয়ার, হিমাচল প্রদেশ: এইখানের প্রাকৃতিক সৌন্দর্যের কাহিনী লেখনীর মাধ্যমে প্রকাশ করা যাবে না। খাজিয়ার গেলে আপনার মনে হবে আপনি পৌঁছে গিয়েছেন সুইজারল্যান্ডে। আপনি এখানে তুষারে ঢাকা সুইজারল্যান্ড দেখতে পাবেন আর গ্রীষ্মকালে গেলে সবুজে সেজে ওঠে গোটা শহর। এখানে প্রায় ৮০০ বছরের পুরনো মন্দির রয়েছে। একেবারে শান্ত হ্রদ নিস্তব্ধতা নিরিবিলির মধ্যে আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন। এখানে ১০ থেকে ১৫ হাজার টাকা বাজেট থাকলেও এই জায়গা ঘুরে আসা যায়।
২) আউলি, উত্তরাখণ্ড: এটি উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলের চামোলি জেলায় অবস্থিত। এখানে শীতকালে এত বরফ পড়ে যে দেশ-বিদেশ থেকে বহু মানুষ স্কি করতে আসেন। এশিয়ার বৃহত্তম রোপওয়ে পরিষেবা পেয়ে যাবেন এখানে। শীতকাল হচ্ছে এই জায়গায় যাবার জন্য একেবারে পারফেক্ট সময়। গরমকালে খুব একটা পর্যটকদের ভিড় পাওয়া যায় না। তবে গরমকালে গেলে আপনি রংবেরঙের ফুল দেখতে পারবেন।
৩) মণিপুর: আরেকটি ‘মিনি সুইজারল্যান্ড’-এর খোঁজ হলো মনিপুর। উত্তর-পূর্ব দিকে অবস্থিত এই মণিপুর গেলে আপনার মিনি সুইজারল্যান্ডের মতোই মনে হবে। নীলচে আকাশ, সবুজে ঘেরা পাহাড়, ভাসমান দ্বীপপুঞ্জ, জঙ্গল উপত্যকা সবকিছুই দেখতে পাবেন এখানে। এই মণিপুর যাবার সেরা সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস।
৪) কৌশানি, উত্তরাখণ্ড: উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলেও রয়েছে আরেকটি মিনি সুইজারল্যান্ডের হদিশ। এখানে একসময় মহাত্মা গান্ধী এসেছিলেন। এখানে জনপ্রিয় গান্ধী মন্দিরও রয়েছে। এখানে নন্দাদেবী, পঞ্চচুলির মতো পর্বতশৃঙ্গ দেখতে পাবেন। এই জায়গায় আসার জন্য সেরা সময় হলো এপ্রিল থেকে জুন মাস এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস।
৫) কাশ্মীর, জম্মু ও কাশ্মীর: পৃথিবীর ভূস্বর্গ হিসেবে পরিচিত কাশ্মীর। এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্যের কথা সকলেই কম বেশি জানেন। মিনি সুইজারল্যান্ড-এর তালিকায় এই জায়গাকে অবশ্যই থাকতে হবে। শীতকালে আপনি গেলে ডাল লেকের জল বরফে পরিণত হয়ে যায়। আর গ্রীষ্মকালে সবুজে ঘেরা অঞ্চল, ডাল লেক, হিমালয় সমস্ত কিছুই দেখলে আপনার মন ভরে যাবে।