Vivo, Oppo-র মার্কেট নষ্ট করতে সস্তায় স্মার্টফোন আনছে Nothing! রয়েছে দুর্দান্ত ফিচার্স

নিউজশর্ট ডেস্কঃ নতুন বছরে নিজের হাতে নতুন স্মার্টফোন(Smartphone) চাইছেন? বছর শেষে নতুন ফোন হাতে থাকলে ভালো লাগতো! তাহলে আপনার জন্য রয়েছে একটি দুর্দান্ত খবর। এবার একটি অন্যতম জনপ্রিয় কোম্পানি সকলের চাহিদা পূরণ করার জন্য একদম সস্তায় একটি স্মার্টফোন বাজারে আনতে চলেছে। যে ফোন একদম কম বাজেটের মধ্যে আপনি পেয়ে যাবেন। এর পাশাপাশি এই ফোনের ফিচার্স হবে দুর্দান্ত।

আপনার বাজেট কম থাকলেও আপনি অতি সহজে এই ফোন কিনে নিতে পারেন। এই ফোনের কোম্পানির নাম Nothing। বর্তমান সময়ের অন্যান্য জনপ্রিয় মোবাইল কোম্পানি Oppo, Vivo, Redmi-কে টক্কর দেওয়ার জন্য দুর্দান্ত ফিচার্স সমেত স্মার্টফোন নিয়ে আসছে। এবার এই কোম্পানি আরও অনেক বেশি চমক নিয়ে আসছে বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই এই নতুন ফোনটি নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে, জানা গিয়েছে এই নতুন স্মার্টফোনটির নাম Phone 2a। একটি রিপোর্ট অনুযায়ী, এই পুরোনো ফোনটি আগের দুটো ফোনের চেয়ে অনেক বেশি সস্তা। এই ফোন সম্পর্কে নানা রকমের তথ্য টিপস্টারদের পক্ষ থেকে শেয়ার করা হয়েছে। সেখানেই বলা হয়েছে,  ‘এ’ নামে সাশ্রয়ী মূল্যের ফোন সিরিজ বাজারে ছাড়া হবে।

এই ফোনে নথিং ফোন ২এ-তে ডিসপ্লেও বড় আকারের হতে পারে। এই ফোনটিতে একটি ৬.৭ ইঞ্চি স্ক্রিন থাকবে। এই ফোনটিতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, এছাড়া ফোনের ডান কোণে সেলফি তোলার জন্য একটি ক্যামেরা থাকবে। এর সাথে  ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) ফিচারের সঙ্গে পাওয়া যাবে। এর সাথে মিলবে 4,920 mAh Battery ব্যাকআপ।

শোনা যাচ্ছে, Nothing Phone 2a কোড নাম ‘এআইএন ১৪২’ দিয়ে লঞ্চ করা হতে পারে। তবে এই ফোনের ডিজাইনটি নথিং ফোন ১ এর মতো ডিজাইন আছে। কারণ ফোন ২ এর ডিজাইন এর থেকে বেশ অনেকটাই আলাদা।

Avatar

Papiya Paul

X