পেটিএম,Paytm,নতুন কোম্পানি,New Startup,অনলাইন পেমেন্ট অ্যাপ,Online Payment App,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

anita

Paytm: ছেড়েছেন Paytm-কে! নিজের ব্যবসা খুলে এখন ১০ হাজার কোটির কোম্পানির মালিক এই ব্যক্তি

নিউজ শর্ট ডেস্ক: বিগত বেশ কয়েক মাস ধরেই একের পর এক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দেশের অন্যতম বড় অনলাইন পেমেন্ট সংস্থা পেটিএম (Paytm)। সারা দেশ জুড়ে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে এই পেটিএম এর অবদান অনস্বীকার্য। তাই এখনও পর্যন্ত বহু মানুষের কাছে অন্যতম ভরসার স্থল এই ডিজিটাল পেমেন্ট মাধ্যম।

   

যদিও ইতিমধ্যেই বেশ কিছু নিয়ম লঙ্ঘন করার জন্য আর বি আই-এর একের পর কোপের মুখে পড়ে বেশ কিছুটা আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এই পেটিএম সংস্থা। তবে শুধু আর্থিক জরিমানাই নয়,পাশাপাশি ইতিমধ্যেই কোম্পানির বহু কর্মীকে ছাঁটাই-ও করেছে পেটিএম।

কথায় আছে কারো কারো পৌষ মাস, তো কারো সর্বনাশ!এবার  পেটিএমের ছাঁটাই করে দেওয়া কর্মীদের ক্ষেত্রেও ঘটেছে ঠিকএমনটাই। এমনও অনেকেই রয়েছেন যাঁরা পেটিএম সংস্থা থেকে বেরিয়ে এসে স্বাধীনভাবে নিজেদের স্টার্ট আপ  খুলে কোটি কোটি টাকা উপার্জন করছেন।

পেটিএম,Paytm,নতুন কোম্পানি,New Startup,অনলাইন পেমেন্ট অ্যাপ,Online Payment App,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

জানা আছে এই পেটিএমের দৌলতেই এখন সারা দেশ জুড়ে মোট ২২ টি চাটার সংস্থা গড়ে উঠেছে। যদিও এই সংস্থাগুলির সাথে পেটিএমের কোন যোগাযোগ নেই তবে সবার ক্ষেত্রেই একটাই বিষয় কমন তা হলো এরা সবাই পেটিএম কোম্পানি থেকে বেরিয়ে এসে নিজেদের এগিয়েছি কোম্পানি খুলে বাজারে দারুণ ব্যবসা করে চলেছে।

আরও পড়ুন: মাত্র ৫ টাকার নোটেই বদলে যাবে ভাগ্য! সঠিক উপায় জেনে বিক্রি করুন

জানলে অবাক হবেন বর্তমানে এই সমস্ত স্টার্টআপের মোট বাজার মূল্য প্রায় ১০,৬৬৮ কোটি টাকা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, খবর পেটিএম থেকে বেরিয়ে আসা এই সমস্ত কর্মীদের নিজস্ব এই স্টার্টআপগুলির মধ্যে রয়েছে পেটিএম-এর প্রাক্তন প্রোডাক্ট ম্যানেজার রোহন নায়েকের Pocket FM।

পেটিএম,Paytm,নতুন কোম্পানি,New Startup,অনলাইন পেমেন্ট অ্যাপ,Online Payment App,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

এছাড়াও আছে পেটিএম ওয়ালেটের প্রাক্তন বিজনেস হেড অমিত লাখোটিয়ার Park Plus,কিংবা পেটিএমের প্রাক্তন এসভিপি প্রোডাক্ট দীপক অ্যাবট এবং পেটিএম পোস্ট। পাশাপাশি রয়েছে  ডিজিটাল পকেট মানি প্ল্যাটফর্ম Junio, Frn, Cleardekh, Genwise Club, Yoho, Daalchini, Kratikal Tech।