Aadhaar Card Update

Papiya Paul

Aadhaar Card Update: এখনও আপডেট করেননি আধার কার্ড! আপডেট না করলে কি বাতিল হবে কার্ড?

নিউজশর্ট ডেস্কঃ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নথি হিসেবে আধার কার্ড(Aadhaar Card) গণ্য হয়ে থাকে। তবে কিছুদিন অন্তর অন্তর আধার কার্ড সংক্রান্ত নানা তথ্য সকলের সামনে আসে। এই আধার কার্ড ছাড়া এখন কোন কাজ সম্পন্ন করা যায় না। এবার শোনা যাচ্ছে, আধার কার্ডের বয়স যদি ১০ বছর হয় এবং এই সময়ের মধ্যে যদি একবারও আপডেট করানো না হয় তাহলে বাতিল হয়ে যেতে পারে আপনার আধার কার্ড।

   

ইতিমধ্যেই এই আধার কার্ড আপডেটের কাজ শুরু হয়ে গিয়েছে। আগামী ১৪ ই মার্চ পর্যন্ত বিনামূল্যে পরিষেবা পাওয়া যাবে। এমনটাই জানিয়েছে, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। এই সংস্থা জানিয়ে দিয়েছে যে যাদের পুরনো কার্ডে এখনো ই-কেওয়াইসি সম্পূর্ণ করা হয়নি। তাদের এখনই নিকটতম UIDAI আধার পরিষেবা কেন্দ্রে গিয়ে আপডেট করাতে হবে।

বর্তমানে এই কাজ বাধ্যতামূলক করা হয়েছে। এই আধার কার্ড আপডেট সকলের জন্যই বাধ্যতামূলক রয়েছে। আধার কার্ডের ঠিকানা, ফোন নম্বর বা কোন তথ্য পরিবর্তনের দরকার পড়েনি। তাদের ক্ষেত্রেও এই কেওয়াইসি বাধ্যতামূলক আছে। পাশাপাশি কারো কাছে যদি এক রাজ্যের আধার কার্ড থাকে কিন্তু বর্তমানে তিনি অন্য রাজ্যে বাস করছেন এবং সেই জায়গার আধার কার্ড করাতে চান। তাহলে বাসস্থানের নথিপত্র নিয়ে যেতে হবে।

Aadhaar Card

আরও পড়ুন: Aadhaar Card: আধার কার্ড থাকলেই বিনামূল্যে মিলবে এই সুবিধা! কি পরিষেবা দিচ্ছে UIDAI?

এক্ষেত্রে মাত্র সময় লাগবে দুই থেকে তিন মিনিট। এর জন্য যে কোন আধার সেবা কেন্দ্রে গেলেই পরিষেবা মিলবে। সম্প্রতি UIDAI সার্কুলার জারি করেছে সেই সার্কুলার অনুযায়ী, আধার নম্বর বা তালিকাভুক্তির স্লিপ যদি না থাকে তাহলে সরকারি ভর্তুকি বা সরকারি সুবিধা পাওয়া যাবে না। কেন্দ্রীয় মন্ত্রক এবং রাজ্য সরকারের কাছে এই সংক্রান্ত বিষয়ে সার্কুলার পাঠিয়েছে UIDAI

Aadhaar Card

যাদের কাছে আধার কার্ড নেই তাদের সরকারি সুবিধায় এবং সরকারি ঘর থেকে পাওয়াকে আরও কঠিন করে তোলার জন্যই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এখন জালিয়াতির ঘটনা বারে বারে সামনে আসছে। তাই এই জালিয়াতির বিরুদ্ধে লড়াই করার জন্য কেন্দ্রীয় সরকার ১০ বছরে অন্তত একবার আধার কার্ডের সমস্ত তথ্য আপডেট করা বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে।